নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে টলিউডের সবথেকে ব্যস্ততম অভিনেত্রী তিনি। বাংলার জনপ্রিয় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করছেন। যদিও শিশুশিল্পী হয়েই টলিউডে পা রাখেন এই নায়িকা। বড় হওয়ার পর নায়িকা চরিত্রের ডেবিউ করেন তিনি। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখানে কথা হচ্ছে টলিউডের বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে।
তার অসাধারণ কেরিয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই. কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কাটাছেড়া হয় তার। যদিও এইসব সমালোচনা, কটাক্ষকে কখনোই পাত্তা দেন না অভিনেত্রী। মাত্র ১৬ বছর বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। আর বিয়ের এক বছর হতে না হতেই প্রথম সন্তানের মা হন তিনি। যদিও এই কম বয়সের বিয়ে তার টেকেনি।
একমাত্র ছেলে ঝিনুককে নিয়ে আলাদা থাকেন তিনি। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর আরো দুজন ব্যক্তির সঙ্গেও বিয়ে হয় যদিও সেই সব সম্পর্ক এখন অতীত। কখনো পরিচালক কখনো বা হিরো বারংবার তাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় শ্রাবন্তীর। সে যাই হোক মা হিসেবে তিনি কিন্তু একাই একশো।
হাজার ব্যস্ততার মধ্যেও নিজের ছেলেকে আগলে রেখেছেন এই টলি সুন্দরী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় শ্রাবন্তী বলেন, এখন কাজের জন্য তিনি ঝিনুককে অনেকটা সময় দিতে পারেন না। তবে তারা একসঙ্গে থাকার সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করেন না। দুজনে একসঙ্গে ঘুরতেও যান।
তাদের দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে অভিনেত্রী বলেন, তাদের জীবনটা বেশ অন্যরকম। ছেলের সঙ্গে অভিনেত্রীর বয়সের ফারাক খুব বেশি নয়। আর তাই দুজনের এই সম্পর্কটাকে ‘ভাই-বোনের’ তকমা দিয়েছেন অভিনেত্রী। দুজনেই একে অপরের সঙ্গে বন্ধুর মতো মেশে। এমনকি ছেলের প্রেমিকা দামিনীর সঙ্গে একসঙ্গে বহু বার ঘুরতে গিয়েছেন এই সুন্দরী নায়িকা।