সত্যিই শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Neem Phooler Madhu Serial will End soon actress Tanushree Goswami clears confusion

সত্যিই শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন ধরেই টলিপাড়ায় সমস্যার খবর শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি একাধিক সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যেই চলছে ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) কথাই বলছি। নায়ক সৃজনের বাস্তবের বিয়ের পর থেকেই টলিপাড়ায় এই গুঞ্জন শুরু হয়েছে। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী।

বন্ধ হচ্ছে ‘নিম ফুলের মধু’?

গত বছরেই ভালো  টিআরপি থাকা সত্ত্বেও স্লট বদল করা হয়েছিল সৃজন-পর্ণার কাহিনীর। এমনকি দুর্গাপুজোর সময়েও একবার জোর জল্পনা উঠেছিল শেষ হচ্ছে মেগা। যদিও তেমনটা হয়নি। পরিণীতাকে স্লট ছেড়ে দিয়েও দিব্যি সেরা দশ মেগার মধ্যেই ছিল নিম ফুলের মধু। তবে সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় নাম্বার অনেকটাই কমেছে। এসপ্তাহে ৪.৫ পয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি, অন্যদিকে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা।

মুখ খুললেন পর্ণার জেঠি শ্বাশুড়ি

সিরিয়ালে পর্ণার জেঠি শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। এবার তিনিই মুখ খুললেন ধারাবাহিক শেষের জল্পনা নিয়ে। সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল শুটিং ফ্লোরে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার কমেন্টেই নেটিজেনরা প্রশ্নে ভরিয়ে দিয়েছিলেন। সেখানেই কমেন্টের রিপ্লাই দিয়ে তনুশ্রী জানান, শুরু হলে শেষ তো হবেই। তবে সেটা কবে আমরাও জানি না। এছাড়া আরেক কমেন্টের রিপ্লাইতেও লেখেন, এখনও কিছু ফাইনাল জানি না।

এই উত্তর পাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নিম ফুলের মধু ফ্যানেরা। কারণ কিছুদিন আগে রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তিও কিছুদিন আগে ৮০০ পর্বের সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছিলেন। আর চ্যানেলের তরফ থেকেও এখনও কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকালো কে? দেখুন TRP তালিকা

প্রসঙ্গত, নিম ফুলের মধুর গল্প বড়সড় লিপ নিয়ে অনেকটাই এগিয়েগিয়েছে। পর্ণার মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমু সরকারকে। এছাড়া আরও কিছু নতুন তারকাদের এন্ট্রি হয়েছে। এদিকে সৃজন স্মৃতি হারিয়েছে তাঁর স্মৃতি ফেরাতেই এখন উদ্যোগী গোটা পরিবার।

সঙ্গে থাকুন ➥