প্রভাস (Prabhas) অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্ক চলছে গত বছর ঝলকমুক্তির পর থেকেই। কলাকুশলীদের চরিত্রায়ন থেকে শুরু করে বেশভূষা, ভিএফএক্স, গ্রাফিক্স এরকম নানা বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিল সাধারণ মানুষ। তবে বহু আলোচনা জল্পনার পর অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। আর তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের হাওয়া।
তবে দেশজুড়ে যত বিতর্কই চলুক না কেন, ছবির কালেকশনে (Box Office Collection) কিন্ত তার কোন প্রভাব পড়েনি। সূত্রের খবর, মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ৩০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশেষ করে দুইদিনের প্রবল সমালোচনার পরেও গত রবিবার ছবিটি যা ব্যবসা করেছে তা সত্যিই চমকানোর মত।
বলিউড ভিত্তিক মিডিয়ার খবর অনুযায়ী গত রবিবার প্রায় ৬৪ কোটি টাকা আয় করেছে প্রভাস-কৃতির এই ছবিটি। ফিল্ম অ্যানালিস্টদের মতে, সোমবার ‘আদিপুরুষ’র আয় খানিকটা কমতে পারে। জানিয়ে রাখি, গত দুই দিনে ছবিটির মোট কালেকশন প্রায় ২৪০ কোটি টাকা। এখানেই ‘আদিপুরুষ’ জোর টক্কর দিয়েছে ‘পাঠান’কে। শাহরুখ খানের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবির দ্বিতীয় দিনে আয় ছিল ২১৯ কোটি টাকা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেবল হিন্দি বলয় থেকেই ৬১.৫ শতাংশ আয় করেছে ছবিটি। জানিয়ে রাখি, ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ওম রাউত। এর আগে ‘তানাজি’র মত ছবি পরিচালনা করেছেন তিনি। ছবিতে রাম রূপে অবতীর্ণ হয়েছেন প্রভাস। এদিকে মাতা জানকী এবং লঙ্কেশ রাবণের ভূমিকায় দেখা গেছে কৃতি এবং সইফকে।
তবে এরকম দূর্দান্ত স্টারকস্ট হওয়া সত্ত্বেও সেভাবে দর্শকদের মন জিততে পারেনি ছবিটি। ছবির সংলাপ থেকে শুরু করে দৃশ্যায়ন সবেতেই আপত্তি তুলেছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশকিছু এফআইআর-ও নাকি লজ হয়েছে নির্মাতাদের নামে। যার কারণে নির্মাতারা নাকি ছবির কিছু সংলাপ পরিবর্তন করারও সিদ্ধান্ত নিয়েছেন। এখন আগে কী হয় সেটা তো সময়ই বলবে।