বলিউড(Bollywood) নিয়ে বিতর্কের(Controversy) যেন অন্ত নেই। সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক জেন বেড়ে গিয়েছে বহুখানি। ‘পাঠান’-এর পর ‘আদিপুরুষ’(Adipurush) নিয়ে বিতর্কের আঁচ বেড়েছে। দেশজুড়ে বিরাট অসন্তুষ্ট জনতা। প্রভু শ্রীরামের লীলাগাঁথা ‘রামায়ণ’(Ramayan)-এর আদলে তৈরি ‘আদিপুরুষ’ চলচ্চিত্রটি যেভাবে নির্মিত হয়েছে তাতে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
রামায়ণকে কলুষিত করার অভিযোগও উঠেছে। ‘আদিপুরুষ’-এর সংলাপ থেকে শুরু করে VFX, সমস্ত কিছু নিয়েই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এর মধ্যে রামায়ণের মত ভক্তিমূলক চলচ্চিত্রে হনুমানের বলা সংলাপ “কাপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, অউর জলেগি ভি তেরে বাপ কি”, মানুষ মেনে নিতে পারেনি মোটেই।
যেখানে জনগণ এই সমস্ত ডায়লগ থাকার জন্য সিনেমাটিকে একরকম বয়কট করার দাবী তুলছেন তখন হনুমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা দেবদত্ত নাগে (Devdatta Nage)-এর মুখে এখনও সুনাম শোনা যাচ্ছে সংলাপ লেখক মনোজ মুন্তাসির (Manoj Muntasir)-এর। যদিও ছবিটিতে দেবদত্ত’র অভিনয় অনেকেরই বেশ পছন্দ হয়েছে।
ওম রাওয়াত পরিচালিত ছবিটি তাদের মুক্তির তারিখ ৬ মাস পিছিয়ে দিলেও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। এবিষয়ে জানিয়ে রাখি যে, ওম রাওয়াত এর আগে বিখ্যাত ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’, ছবিটির পরিচালনা করেছেন। সেখানেও অভিনয় করেন দেবদত্ত। ‘তানাজি’তে তিনি সূর্যজি মালুসারের চরিত্রে অভিনয় করেন।
দেবদত্ত অবশ্য উঠে এসেছেন ধারাবাহিকের দুনিয়া থেকে। ২০১১ সালে তিনি ‘বীর শিবাজি’ ধারাবাহিকে অভিনয় করেন তানাজি মালুসারের চরিত্রে। এছাড়া বিখ্যাত মারাঠি ধারাবাহিক ‘জয় মালহার’ (Jai Malhar)-এও অভিনয় করেন তিনি। আসলে এই ধারাবাহিকই তাকে কাঙ্ক্ষিত খ্যাতি এনে দেয়।
দেবদত্তকে সারাভারত আজ আদিপুরুষ ছবির বিতর্কের জন্যই চিনেছে অবশ্য। ছবিতে হনুমানের চরিত্র নিয়েও অনেক বিতর্ক হয়েছে। কিন্তু তার অভিনয়ের প্রসংশা করেছেন অনেকে। দেবদত্ত অবশ্য মনোজ মুন্তাসিরের ভুয়সী প্রশংসা করে বলেন, “মনোজের হাতে মা সরস্বতী বাস করেন বলে আমি মনে করি। এই মহাকাব্য ওর লেখনীর মাধ্যমেই যেন নতুন প্রাণ পেয়েছে।” এদিকে দেশবাসী ছবিটিকে ‘ছ্যবলামি’ ছাড়া আর কিছুই মনে করছেন না!