এক মায়ের কোল থেকে তার সন্তানদের কেড়ে নেওয়ার যন্ত্রণা যে কতটা ভয়ানক সেটাই ফুটিয়ে তুলেছেন বলি অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee)। বিদেশের মাটিতে নিজের সন্তানদের নিজের কোলে ফিরিয়ে আনার জন্য যে যন্ত্রনা এক মা-কে সহ্য করতে হয়েছে, সেই যন্ত্রণা থেকেই জন্ম নেওয়া ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee VS Norway)।
বেশ দীর্ঘ সময় পর রূপালী পর্দায় ফিরেছেন এই বাঙালি কন্যা। বেশ অনেকটা সময় পর্দা থেকে দূরে সরেছিলেন এই নায়িকা। আর তার আগে প্রচার অনুষ্ঠানে ভাগ করে নিলেন কিছু কথা। প্রসঙ্গত উল্লেখ্য, বাবা রাম মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘বিয়ের ফুল’ (১৯৯৬) দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রানী।
তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় শাহরুখ খানের সাথে ’কুছ কুছ হোতা হ্যায়’। এরপর দীর্ঘ কেরিয়ারে রীতিমত ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে বিয়ের পর মূলত শেষের কয়েকটা বছর রানী মূলত কাজ করেছেন তার স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনায়।
তবে এবার তিনি এই সীমাবদ্ধতা থেকে বেরোতে চান রানির কথায়, ‘আমার স্বামী কত নায়িকার সঙ্গে কাজ করে। আমি অন্য প্রযোজকের সঙ্গে কাজ করতে পারব না? যেটা দরকার সেটা হল ভাল চিত্রনাট্য। সে ‘যশরাজ ফিল্মস’-এর হোক বা অন্য কিছুর।’
এর পর রানীর আরো সংযোজন, “আদিত্যের খুব ভাল লেগেছে। ছিটকে গিয়েছে ছবিটা দেখে। আমার মনে হয় না এর আগে আমি ওকে কোনও ছবি নিয়ে এতটা ভাবতে দেখেছি।” আসলে বিয়ের পর এমনিই কাজ করা কমিয়ে দিয়েছিলেন তিনি। আর যে কয়েকটি ছবি করেছেন তাও স্বামীর প্রযোজনাতেই।
তাই অনেকেই ধরে নিয়েছিলেন যে, ‘যশরাজ ফিল্মস’ ছাড়া রানি অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না, তাই হয়তো সংশয় দেখা দিয়েছিল। তবে এবার রানি স্পষ্ট করে দিয়েছেন যে, এমন কোনও ভুল ধারণা পুষে রাখার কারণ নেই। তাই এবার হয়ত আরো বেশি পর্দায় দেখতে পাবো তাকে।