Adrija Roy

এক হাঁড়ি ভাত, ১৩ টা রসগোল্লা খেয়েও স্লিম ফিগার, সকলের সামনে শুভশ্রীকে কোলে তুলে দেখিয়ে দিলেন অদ্রিজা

বাংলা টেলিভিশন(Television) জগতে বেশ জনপ্রিয় মুখ অদ্রিজা রায় (Adrija Roy)। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালে। তবে মাঝখানে কাজের জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বর্তমানে বাংলা ধারাবাহিক নয় বরং হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী।

কালার্স চ্যানেলে ‘দূর্গা অউর চারু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে কেবলমাত্র টেলিভিশন নয়। বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন সকলের প্রিয় অদ্রিজা। শুভশ্রী গাঙ্গুলির বন্ধুর চরিত্রে দেখা গিয়েছেন তাঁকে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই ছবি।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। সেখানেই শুভশ্রীর সঙ্গে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজ ঘোড়ানিকে কোলে তুলে বনবন করে ঘুরছেন তিনি। আর লেডি বাহুবলিকে এভাবে দেখে অবাক সকলেই। এই ভিডিওটি আসলে দাদাগিরির মঞ্চের। তবে ভিডিওটি বেশ পুরোনো।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,অদৃজা রায়,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,সৌরভ গাঙ্গুলী,Entertainment,Tollwood,Bengali Serial,Adrija Ray,Subhashree Ganguly,Raj Chakroborty,Sourav Ganguly

একেবারে তন্বী চেহারা এই অভিনেত্রীর। কিন্তু তা সত্ত্বেও কিভাবে শুভশ্রীকে কোলে তুলে নিলেন তিনি? কোথায় বা পেলেন এতো জোর? দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির এই প্রশ্ন শুনেই হাটে হাঁড়ি ভাঙলেন রাজ চক্রবর্তী। অভিনেত্রী এমন সিক্রেট শুনে রীতিমত অবাক মহারাজ।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

সকলের সামনেই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়ে দেন, অদ্রিজা নাকি একাই একসাথে এক হাঁড়ি ভাত, কুড়িটা রুটি আর ১৫টা পারসে মাছ খেয়ে নিতে পারেন। আর সেকারণেই এত ক্ষমতা তাঁর শরীরে। রাজের মুখে এই প্রশ্ন শুনে রীতিমত অবাক মহারাজ। সাথে সাথেই তিনি অভিনেত্রীকে প্রশ্ন করেন এতো খাবার যায় কোথায়?

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,অদৃজা রায়,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,সৌরভ গাঙ্গুলী,Entertainment,Tollwood,Bengali Serial,Adrija Ray,Subhashree Ganguly,Raj Chakroborty,Sourav Ganguly

তবে কেবলমাত্র দাদাগিরি নয় দিদি নম্বর-১ এর মঞ্চেও হাজির হয়েছিল পরিণীতা ছবির গোটা টিম। সে সময় স্কুল ড্রেসেই দেখা গিয়েছিল শুভশ্রী-অদ্রিজাকে। সে সময় নিজের মুখেই অভিনেত্রী জানান, ‘ছবির শুটিং চলাকালীন প্রোডাকশন দাদারা আমাকে একবার খেতে দিয়ে আর কাছে আসতো না। প্রথমবার তাঁরা যতটা আমায় খেতে দিত তাতে আমার হতোনা’। এমনকি অভিনেত্রী জানিয়েছিলেন একসাথে নাকি ১৩ টি রসগোল্লা খেতে পারেন তিনি।

Avatar

Additiya

X