Arijit

রশিদ-মুজিবের স্পিনে দিশেহারা সাকিবরা, বাংলাদেশকে হারিয়ে শেষ চারে আফগানিস্তান

মঙ্গলবার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দুই স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খানের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল বাংলাদেশের ইনিংস।

   

আফগানিস্তানের দুই স্পিনার রাশিদ খান এবং মজিব উর রহমানের বোলিং বুঝতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। একটা সময় মাত্র ৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশ, তবে মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেকের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ করে সাত উইকেটে ১২৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল আফগানরা। আফগানিস্তান করল তিন উইকেটে ১৩১ রান। ব্যাট হাতে আফগানিস্তানের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন ইব্রাহিম জারদান এবং নাজিবুল্লাহ জারদান।