Arijit

তালিবান অত্যাচার অব্যাহত! IPL খেলার জন্য এখনও ভিসা পাননি তারকা আফগান স্পিনার

আর মাত্র দু’দিনের অপেক্ষা, আগামী রবিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএল এর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটি হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা দলের সঙ্গে যোগদান করেছেন। তবে এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগদান করতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা স্পিনার মুজিব উর রহমান।

   

রবিবার থেকে আইপিএল শুরু তবে এখনো পর্যন্ত আইপিএল খেলার জন্য দুবাইয়ের এন্ট্রি ভিসাই পাননি সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা স্পিনার। তবে মুজিব এখনও ভিসা না পেলেও ইতিমধ্যেই আইপিএল খেলার জন্য দলের সঙ্গে যোগদান করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অপর দুই আফগান ক্রিকেটার রাশিদ খান এবং মহম্মদ নবী।

সানরাইজার্স হায়দ্রাবাদের এক কর্তা জানিয়েছেন, ” আমরা এই ভিসা সমস্যা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করছি। আমাদের ভিসা প্রক্রিয়া এখনো চলছে। তবে ঠিক কবে মুজিব দলের সঙ্গে যোগদান করতে পারবেন সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।”
উল্লেখ্য, দুবাই পৌঁছে প্রত্যেক ক্রিকেটারকে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। অর্থাৎ হায়দ্রাবাদের জার্সি গায়ে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুজিবের খেলার কোন সম্ভাবনাই নেই।