দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পর অবশেষে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। ‘পাঠান’ (Pathaan) মুক্তির পর থেকেই যে উত্তেজনা ছড়িয়েছে তা সত্যিই দেখার মত। বেশ অনেকটা সময় পর কোনো বলিউড ছবি নিয়ে এই উন্মাদনা দেখেছে মানুষ। তবে শাহরুখের ঝুলিতে এখনও অনেকগুলি মেগা বাজেটের ছবি রয়েছে।
ডাংকি (Donkey) : আপাতত ডাংকি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেতা। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২২ শে ডিসেম্বর।
টাইগার ৩ (Tiger 3) : সলমন খানের ‘টাইগার ৩’ মুক্তি পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। ঈদ উপলক্ষে শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে ধরা দেবেন বড় পর্দায়। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরুখ।
হে রাম (Hey Ram) : সাউথ সুপারস্টার কমল হাসানের কথায়, শাহরুখ নাকি ‘হে রাম’ ছবির সত্ব কিনে নিয়েছেন। সূত্রের খবর, কিং খান নাকি ছবিটির সিক্যুয়েল তৈরি করতে চান। যদিও ছবির মুক্তি নিয়ে কোনো আপডেট এখনও পাওয়া যায়নি।
অপারেশন খুকরি (Operation Khukri) : কিং খানের আরো একটি অ্যাকশন মুভি হল ‘অপারেশন খুকরি’। একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করবেন তিনি।
স্যালুট (Salute) : জানা গেছে, রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। প্রথমে ছবির অফার যায় আমির খানের কাছে, তবে তিনি ছবিটি করতে রাজি হননি।
ইজহার (Ijhaar) : পাশাপাশি এটাও খবর, সঞ্জয় লীলা বানসালি নাকি শাহরুখকে নিয়ে একটি ছবি করার কথা ভেবেছেন। যদিও এই ছবি নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও মেলেনি।
স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি (Spy Universe Upcoming Movie) : ‘পাঠান’ মুক্তির পর থেকেই খবর এসেছিল, স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিতে হৃত্বিক রোশন, সালমান খান এবং শাহরুখ খান তিনজনকেই কাস্ট করা হবে।
জওয়ান (Jawan) : খুব সম্ভবত চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে শাহরুখ খানের আগামী ছবি জওয়ান। অ্যাকশন ড্রামা এই ছবিটি একটি বিদেশি ছবির রিমেক। একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ।
রাহুল ঢোলাকিয়ার সঙ্গে পরবর্তী ছবি (Rahul Dholakia Upcoming Movie) : ‘রইস’ ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়ার সঙ্গে নাকি নতুন ছবির চুক্তি করেছেন শাহরুখ।