Koushik Dutta

ফের জনমুখী পদক্ষেপ, ১ লক্ষেরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হবে সম্পত্তি কার্ড

ফের ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দেশের ১ লক্ষেরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হবে সম্পত্তি কার্ড। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্নাটক এই স্কিমের আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, আত্মনির্ভর ভারত গড়ার পথে এ এক ঐতিহাসিক পদক্ষেপ। ২০২৪ সালের মধ্যে এই সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাবে বল অনুমান।