ফের একবার কেঁপে উঠল ভারতের মাটি। সাধারণ মানুষ বিছানা ছেড়ে ওঠার আগে অনুভূতি হয়েছে কম্পন। সময় তখন সকাল ৬ টা বেজে ৩৮। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ঘটনাস্থল নিকোবর দ্বীপ পুঞ্জ। এইভাবে সকালেই এই ঘটনার ফলে স্বভাবতই আতংকিত সাধারণ মানুষ। সম্প্রতি একাধিকবার কম্পন অনুভব করা গিয়েছে ভারত ভূভাগে। ভূমিকম্প হয়েছে বাংলাতেও। চলতি মাসের শুরুতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্ব প্রান্ত।