পার্থ মান্নাঃ যতদিন যাচ্ছে ততই যেন বিভীষিকাময় হয়ে উঠছে রেলপথে যাত্রা। সম্প্রতি আবারও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মিলেছে। আজ বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার কাছে বেলাইন হয়ে গিয়েছে লোকমান্য তিলক এক্সপ্রেস। লাইনচুত্য হয়ে গিয়েছে ৮টি বগি, চলছে উদ্ধার কার্য।
রেলসূত্রে জানা যাচ্ছে, দুপুর ৩টে বেজে ৫৫ মিনিট নাগাদ লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে বেলাইন হয়ে পড়ে ট্রেনটি। ইঞ্জিন সহ মোট ৮ টি বগি লাইন থেকে বেরিয়ে গিয়েছে। তবে এপর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। ইডিমধ্যেই রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। একইসাথে উদ্ধারকারী দলও পৌঁছেছে। দুর্ঘটনার জেরে রেন চলাচল বন্ধ রয়েছে লুমডিং-বদরপুর লাইনে।
ইতিমধ্যেই রেলের তরফ থেকে দুর্ঘটনার পর দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। প্রয়োজনে এই নাম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। নাম্বার গুলি হল ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বারভাঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছিল একাধিক বগি। এর আগেও কয়েক মাসের মধ্যে একাধিক রেল দুর্ঘটনার খবর মিলেছে। তাই স্বাভাবিকভাবেই এবার ট্রেন যাত্রা মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করতে শুরু করেছে।