সামান্য বায়ু দূষণ বৃদ্ধিতেও বাড়বে করোনার ঝুঁকি, ১ মিলিগ্রাম অতিরিক্ত দুষণে বাড়তে পারে ৮% মৃত্যু

বায়ু দুষণের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার সাথে জড়িত বিপদ। দিল্লিতে বাড়তে থাকা দূষণ মনে করিয়ে দিল সেই কথাই। হাভার্ড বিশ্ব বিদ্যালয়ের এক পরীক্ষায় জানা গিয়েছে প্রতি কিউবিকেরও মাত্র ১ মিলিগ্রাম দূষণ বৃদ্ধিতে করোনায় মৃত্যুর হার বাড়তে পারে ৮ শতাংশ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরও অনুমান, বায়ু দুষণের সঙ্গে জড়িয়ে রয়েছে কোভিড সংক্রমণের সম্পর্ক।

Avatar

Koushik Dutta

X