Airtel

Papiya Paul

Airtel: এক রিচার্জে মিলবে হাই স্পিড ইন্টারনেট, ফ্রি কলিং, WiFi সঙ্গে একগুচ্ছ OTT ও TV চ্যানেল

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া মুহূর্ত চলে না সাধারণ মানুষের। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে বেড়ে গিয়েছে ইন্টারনেটের কদর। আর এখন শুধুমাত্র মোবাইলে ইন্টারনেটের জন্য রিচার্জ নয়। ইন্টারনেটের প্রয়োজনে বাড়িতে কিংবা অফিসে ওয়াইফাই লাগানো হচ্ছে। তাই অনেকেই কম দামে ভালো মানের ভালো সার্ভিস প্রোভাইডারের ওয়াইফাই সহ ডিটিএইচ প্ল্যানের সন্ধান করে থাকেন।

   

আপনিও যদি নিজের বাড়িতে ওয়াইফাই সমেত ডিটিএইচ প্ল্যান কেনার আগ্রহ প্রকাশ করে থাকেন। তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য একদম পারফেক্ট। এয়ারটেল একটি দুর্দান্ত ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে। যেখানে মোবাইল কানেকশন, দ্রুতগতির ইন্টারনেট, বিনোদনের ক্ষেত্রে ওটিটির সুবিধা। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের টিভি চ্যানেলের সুবিধা। চলুন তাহলে এয়ারটেলের(Airtel) এই নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel-এর ৭৯৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৭৯৯ টাকা। এর সাথে আপনি একটি রেগুলার সিম এবং একটি অ্যাড অন সিম পেয়ে যাবেন। এর সাথেই আপনি পেয়ে যাবেন ডিটিএইচ কানেকশন। আর এই ডিটিএইচ কানেকশনের মধ্যে ২৬০ টাকা মূল্যের টিভি চ্যানেলের সুবিধা দেওয়া রয়েছে। এই প্ল্যানের সঙ্গে ১০৫ জিবি হাই স্পিড ডেটা এবং যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কলিং সহ প্রত্যেক দিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে।

Airtel

আরও পড়ুন: Airtel: এই ২ রিচার্জ প্ল্যানের কাছে হেরে যাবে Jio! মিলবে একগুচ্ছ পরিষেবা সঙ্গে ফ্রি Disney+Hotstar

এর সাথেই আপনি পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। এর পাশাপাশি এয়ারটেল এক্সট্রিম অ্যাপ-এরও সুবিধা দেওয়া হচ্ছে এই প্লানের সঙ্গে। এই অ্যাপের মধ্যে আবার সোনি লিভস এবং ইরস নাও-এর মত ১২ টি ওটিটি অ্যাপের সুবিধা অন্তর্ভুক্ত করা আছে।

এর পাশাপাশি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এয়ারটেল এই প্ল্যানে ডেডিকেটেড রিলেশনশিপ টিম, ৬০ সেকেন্ডের মধ্যে কল পিকআপ, বাই নাও পে লেটার অন এয়ারটেল শপ-এর মতো সুবিধাগুলিও যুক্ত করেছে।