মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট! Jio, Vi এর টেনশন বাড়িয়ে ধামাকা Airtel-র

Airtel Rs 49 Recharge for Data Booster

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট! Jio, Vi এর টেনশন বাড়িয়ে ধামাকা Airtel-র

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছর এক ধাক্কায় মোবাইল রিচার্জের দাম হু হু করে বেড়ে গিয়েছিল BSNL ছাড়া বাকি সমস্ত কোম্পানির। তবে এবার গ্রাহকদের স্বার্থে একের পর এক নিয়ম আনছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI। যার ফলে একদিকে যেমন ভয়েস অনলি প্ল্যান লঞ্চ হয়েছে তেমনি সিম কার্ডের ভ্যালিডিটিও বেড়েছে। তবে এবার গ্রাহকদের জন্য ধামাকা অফার নিয়ে হাজির এয়ারটেল (Airtel)।

ছোট রিচার্জে বড় ধামাকা আনল Airtel

আজকাল সবার হাতেই স্মার্টফোন রয়েছে। আর স্মর্টফোন মানেই তাতে ডেটা লাগবেই। সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে ভিডিও কলিং এমনকি গেম খেলতে গেলেও ইন্টারনেটের প্রয়োজন হয়। তাই ১ বা ২ জিবি ডেটাও অনেক ক্ষেত্রেই শেষ হয়ে যায়। এরপর  উপায় দুটো, হয় পরের দিনের ডেটা ব্যালেন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে নাহলে অতিরিক্ত ডেটা প্যাকেজ রিচার্জ করতে হবে।

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা

আর এখানেই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির এয়ারটেল। আপনি যদি প্রচুর ডেটা ব্যবহার করেন তাহলে জেনে রাখুন ৫০ টাকারও কমে সারাদিন আনলিমিটে ডেটার অফার দিচ্ছে Airtel। হ্যাঁ ঠিকই ধরেছেন ২৪ ঘন্টার জন্য  আনলিমিটেড হাইস্পীড ডেটা পাওয়া যাবে তাও মাত্র ৪৯ টাকায়। আর হ্যাঁ আপনার ডিভাইসটি যদি 5G হয় তাহলে ফাইভজি ডেটাই ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট থাকছে।

৪৯ টাকা দিয়েই রিচার্জ করলে আপনি এক দিনের জন্য বা ২৪ ঘন্টার জন্য আনলিমিটেড ডেটা তো পাবেন কিন্তু তার মধ্যে হাইস্পীড ডেটার একটা লিমিট থাকবে। আপনি ২০ জিবি পর্যন্ত ডেটা হাইস্পীডে অর্থাৎ 4G বা 5G স্পীডে ব্যবহার করতে পারবেন। তারপর ডেটা মিলবে কিন্তু স্পিড অনেকটাই কমে যাবে।

আরও পড়ুনঃ ৯৯ টাকায় আনলিমিটেড কলিং, ৪৫০ লাইভ টিভি চ্যানেল! বাজার কাঁপানো অফার BSNL-র

প্রসঙ্গত, এই ডেটা প্ল্যান মূলত হটাৎ করে যদি কখনো অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় সেই সময়ের জন্যই। উদাহরণ স্বরূপ আপনিও কোথাও ঘুরতে গিয়েছেন আর ফ্যামিলির বাকিদের ইন্টারনেট শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ৪৯ টাকার রিচার্জ করে নিতে পারেন।

সঙ্গে থাকুন ➥