Airtel

anita

Airtel: আসছে ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট! আম্বানি ও এলন মাস্ককে এবার টেক্কা দেবে এয়ারটেল

নিউজ শর্ট ডেস্ক: এবার দেশজুড়ে স্যাটেলাইট ইন্টারনেট (Satellite Internet) পরিষেবা এনে বিরাট চমক দিতে চলেছে ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel)। যার ফলে এবার ইটারনেটের জন্য খরচ কমবে গ্রাহকদের। কারণ খুব তাড়াতাড়ি এয়ারটেলের এই পরিষেবার মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে  ফ্রি ইন্টারনেট (Free Internet) পাবেন গ্রাহকরা। আসুন জানা যাক বিস্তারিত।

   

এখনাকর দিনে প্রায় সমস্ত গ্রাহকরাই আলট্রা হাই স্পিড নেটওয়ার্ক ব্যবহার করেন। আর বিশ্বজুড়ে আলট্রা হাই স্পিড নেটওয়ার্ক মানেই ব্রডব্যান্ড স্যাটেলাইট বেসড ইন্টারনেট বা স্যাটেলাইট ইন্টারনেট। এতদিন এই পরিষেবা শুধুমাত্র এলন মাস্কের কোম্পানি স্টার লিংক এবং আমাদের দেশের  মুকেশ আম্বানির জিও প্রদান করত। কিন্তু এবার সেই দৌড়ে শামিল হল সুনীল মিত্তালের সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel).

বর্তমানে এয়ারটেল স্পেস থেকে ব্রডব্যান্ড পরিষেবা চালু করার কথা ভেবেছে। ইতিমধ্যেই তার জন্য ট্রায়াল দিতেও শুরু করেছে কোম্পানি। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এটি টেলি কমিউনিকেশন বিভাগের তরফ থেকে স্যাটেলাইট ইন্টারনেট প্রদান করার লাইসেন্স পাবে। আর এই লাইসেন্স পেয়ে গেলেই ইলন মাস্কের স্টার লিংক এবং মুকেশ আম্বানির জিও’র কড়া প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসবে এয়ারটেল।

স্যাটেলাইট ইন্টারনেট,Satellite Internet,এয়ারটেল,Airtel,ফ্রি ইন্টারনেট,Free Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বর্তমানে ইউটেলস্যাট ওয়ান ওয়েবের এর মাধ্যমেই এই  নতুন পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে এয়ারটেল। তবে সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রজেক্টটি বিজনেস টু বিজনেস মডেলের উপর তৈরি। অর্থাৎ এর একমাত্র ফোকাস হবে কর্মক্ষেত্র। জানা যাচ্ছে এটি ভারতের প্রতিরক্ষা এবং অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্যাটেলাইট ইন্টারনেট ট্রায়াল শুরু করেছে।

আরও পড়ুন: খুব কম টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা! আয় শুনলে হিংসা করবে সরকারি চাকুরিজীবিরাও

তবে প্রাথমিকভাবে এয়ারটেলের এই পরিষেবা দেওয়া হবে প্রতিরক্ষা, বিমান চলাচল, সামুদ্রিক ক্ষেত্র এবং সরকারকে। তবে গ্রামীন ও প্রত্যন্ত এলাকা গুলিতেও ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। প্রসঙ্গত জানা যাচ্ছে এয়ারটেল এই  ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার জন্য যে  এক্সপেরিমেন্ট করেছে তা মাস্কের স্টার লিংক এবং মুকেশ আম্বানির জিওর থেকেও অনেক উন্নত।

স্যাটেলাইট ইন্টারনেট,Satellite Internet,এয়ারটেল,Airtel,ফ্রি ইন্টারনেট,Free Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই মনে করা হচ্ছে আগামী দিনে এই পরিষেবা এয়ারটেলকে গ্লোবাল ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট বা স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহকারী সংস্থার মর্যাদা এনে দিতে পারে। এই ইন্টারনেট পরিষেবা চালু করার পেছনে সংস্থার মূল উদ্দেশ্যই হল প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সরবরাহ করা।