নিউজশর্ট ডেস্কঃ অক্ষয় কুমারের(Akshay Kumar) নাম অনেকেই খিলাড়ি কুমার বলেও ডাকেন। তবে আপনারা জানলে অবাক হবেন শুধু এই খিলাড়ি কুমার নয়, তিনি ‘কানাডা কুমার’ এই তকমা ও পেয়েছিলেন। আর এই নামের কারণ হলো জন্মসূত্রে তার কাছে এতদিন পর্যন্ত কানাডার নাগরিকত্ব ছিল। গতকাল স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অভিনেতা জানিয়েছেন সুখবর। তিনি এবার পাকাপাকিভাবে ভারতীয় নাগরিক(Indian Citizen) হয়েছেন।
স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেই সামাজিক মাধ্যমে শেয়ার করে জানিয়েছেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, ‘মন ও নাগরিকত্ব দুটোই হিন্দুস্তানি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’ নাগরিকত্ব কানাডার থাকলেও তিনি মনেপ্রাণে ভারতীয়। দেশকে ভালোবাসার বহু নিদর্শন তিনি দিয়েছেন। এই কানাডা নাগরিক হওয়ার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অক্ষয়কে।
বারবার অপমানিত হতে হয়েছে। যদিও তিনি একটি সংবাদমাধ্যমের কাছে এই বছরের শুরুতে সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। দেশ তার কাছে সবকিছু। তাই ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছেন অভিনেতা। আর অবশেষে এই বিশেষ দিনে তার বহুদিনের পড়ে থাকা কাজ মিটেছে।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে তার ছবি ‘ওএমজি টু’। বিগত ছবিগুলোর তুলনাতে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই সিনেমা। প্রায় ৫৫ কোটি টাকার কাছাকাছি আয় করেছে এই ছবি। এই ছবির পর আরো বেশ কিছু সিনেমা হাতে রয়েছে অক্ষয়ের। তাই এই সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার কাজে লেগে পড়েছেন বলিউডের খিলাড়ি কুমার।