Akshay Kumar

Moumita

ফ্লপের ধাক্কায় নাজেহাল অক্ষয়, ‘OMG 2’ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন নির্মা

গত বছরটা একেবারেই ভালো কাটেনি বলিউডের খিলাড়ি কুমারের। লাগাতার ফ্লপ সিনেমার দৌলতে রীতিমত বিদ্ধস্ত হয়ে পড়েছে আক্কির কেরিয়ার। বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’ তো বটেই, পাশাপাশি ওটিটিতে মুক্তি পাওয়া ‘কাটপুতলি’ও হারিয়ে গিয়েছে গড়পড়তা ব্যর্থ ছবির ভিড়ে।

   

এমনকি চলতি বছরেও জারি রয়েছে সেই ট্রেন্ড‌। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘সেলফি’। ৮০ কোটি বাজেটের ছবির প্রথম সপ্তাহান্তের ব্যবসা ছিল কোনোরকমে ১০ কোটির। এমনকি ইমরান হাশমির হাতছানিও হলে দর্শক ফেরাতে পারেনি। তারমধ্যেই আবার খারাপ খবর অক্ষয়ের জন্য।

একথা তো সকলেই জানেন যে, ‘সেলফি’র (Selfie) বক্স অফিস কালেকশন (Box Office Collection) খুব একটা আশাব্যঞ্জক নয়। আর তারপর থেকেই প্রশ্নের মুখে পড়ে গেছে অক্ষয়ের (Akshay Kumar) আগামী ছবি ‘ওহ মাই গড ২’ (Oh My God 2)। মিডিয়ার খবর, প্রেক্ষাগৃহে মুক্তি তো দূরের কথা— ওটিটি প্ল্যাটফর্মেও (OTT Platform) জায়গা পাওয়া কষ্টকর হয়ে উঠেছে ‘ও মাই গড’র জন্য।

যদিও পরিচালক বা প্রযোজক এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে স্টুডিওপাড়ার কানাঘুষো খবর, বড় পর্দায় নয়, বরং ওটিটি-কেই অপশন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। ওটিটিতেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে, ভুট বা জিও সিনেমা-য় মুক্তি পেতে পারে এই ছবি।

বলিউড,বিনোদন,গসিপ,কে আর কে,অক্ষয় কুমার,সেলফি,ও মাই গড,ফ্লপ ছবি,Bollywood,Entertainment,Gossip,K R K,Akshay Kumar,Selfie,Oh My God,Flop Movie

পাশাপাশি মিডিয়ার খবর, দক্ষিণী ছবি ‘সুরারাই পোতরু’র যে রিমেকে অভিনয় করেছেন অক্ষয়, সেই ছবিকেও নাকি চার এপিসোডের ওয়েব সিরিজ়ে ভাগ করার কথা ভাবছেন ছবির নির্মাতারা। ব্যবসায় লোকসান বাঁচাতে নাকি প্রেক্ষাগৃহের বদলে ডিজিটাল মাধ্যমে ছবি মুক্তি দিতে চান নির্মাতারা।