বলিপাড়ার (Bollywood) সুপারস্টার এখন ফ্লপস্টার (Flopstar)। হ্যাঁ, এমনটাই রব উঠেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। আর এই রব উঠেছে বি টাউনের খিলাড়ি কুমার অক্ষয়কে নিয়ে। আসলে সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) ও ইমরান (Imran Hashmi) হাশমি অভিনীত ছবি সেলফি (Selfiee)। আর ছবির কালেকশনের কথা তো সকলেই জানেন।
প্রসঙ্গত উল্লেখ্য, স্টার স্টুডিওর সাথে যৌথভাবে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম ও কেপ অফ গুড ফিল্ম-এর প্রযোজনায় তৈরী হয়েছে সেলফি। ছবির পরিচালনা করেছেন রাজ মেহতা। এহেন ছবির বক্স অফিস রিপোর্ট বলছে, মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন কোথাও ব্যবসা দিতে পারছে না ছবিটি।
দেশে তো বটেই বিদেশের মাটিতেও সমানভাবে ব্যর্থ অক্ষয় কুমারের এই ছবি। শোনা যাচ্ছে বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়েছে। উদাহরণস্বরূপ, US এর ৫ টি শহরে মার্চের শুরু থেকেই শো ছিলো অক্ষয় কুমারের। যার মধ্যে নিউ জার্সির শো টি ক্যানসেল করে দিয়েছে সেখানকার আয়োজকরা।
কারণ হিসেবে জানানো হয়েছে একে তো “দর্শক” নেই, তার উপর টিকিট রেট কমিয়ে দেওয়ার পরেও টিকিট বিক্রি হচ্ছে না। যদিও বাকি ৪ টি ৪ শহরে শো এখব পর্যন্ত হবে বলে খবর, তবে সেখানকার কালেকশন নিয়েও দ্বন্ধে আছেন নির্মাতারা। আর এই ভরাডুবির পরেই অক্ষয়কে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
বিশেষজ্ঞদের মতে, নিজের ক্যারিয়ার এ ভাবেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। এবার কোয়ালিটি নয়, বরং কোয়ান্টিটির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে দাবি নেটিজেনদের। পাশাপাশি রিমেক করা থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন অনেকে। যদিও এই বিষয়ে সহমত পোষণ করেছেন খোদ অভিনেতাও।
অক্ষয়ের কথায়, ‘এরকম আমার সঙ্গে প্রথমবার হচ্ছে তা নয়। আমার কর্মজীবনে, আমি পরপর ১৬টা ছবি ফ্লপ হতে দেখেছি। এটা খুব চিন্তার বিষয়, আপনার ছবি না চললে সেটা আপনার দোষ। যখন আপনার সিনেমাগুলি পরপর ফ্লপ হয়, তখন সেটা বিপদ সঙ্কেত যে এবার নিজেকে পরিবর্তন করার সময় এসেছে। আমি চেষ্টা করছি, সেটুকুই করতে পারি।’