নিউজ শর্ট ডেস্ক: অবশেষে ইতি পড়লো জি টিভির (Zee Tv) সুরেলা সফর সারেগামাপা (Saregamapa)। রবিবার ২৬ নভেম্বর শেষ হল দীর্ঘ কয়েক মাসের সফর। এবারও জি টিভি সা রে গা মা পা-এর মঞ্চে অব্যাহত ছিল বাংলার সংগীত শিল্পীদের দাপট। শুরু থেকেই এই রিয়েলিটি শো-তে অংশ নিয়ে দর্শক থেকে শুরু করে বিচারক সকলেরই মন জয় করে নিয়েছিলেন বাংলার (Bengal) অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kabo Lepcha)।
তবে এবারের ফাইনালে কাবো একা নন, বাংলা থেকে ছিলেন আরো তিনজন প্রতিযোগী। তারা হলেন স্নেহা ভট্টাচার্য,রণিতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গোজম। তবে ফিনালেতে এদের সকলেরই কড়া প্রতিদ্বন্দ্বী ছিলেন নিষ্ঠা শর্মা। তবে সবাইকে হারিয়ে এদিন জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করলেন পাহাড়ি যুবক অ্যালবার্ট কাবো।
বাংলার জি বাংলার সারেগামাপা-এ তার যে স্বপ্ন অধরা ছিল এদিন তাই পূরণ হল। হিন্দি সা রে গা মা প-এর মঞ্চে সেরার সেরা হলেন কাবো। এদিন ফাইনাল রেজাল্ট আসতেই দেখা গেল প্রথম হয়েছেন বাংলার কাবো। দ্বিতীয় হয়েছেন নিষ্ঠা শর্মা, তৃতীয় স্থানে রয়েছেন বাংলারই রনিতা বন্দ্যোপাধ্যায়। সারেগামাপার ফিনালেতে হাজির ছিলেন অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা।
আলবার্ট কাবোর আগে গত সিজনেও হিন্দি সারেগামাপা-র ট্রফি এসেছিল বাংলাতেই। প্রথম হয়েছিলেন আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা। যদিও ফাইনালে পৌঁছে ছিটকে গিয়েছিলেন বাংলার স্নিগ্ধজিৎ, অনন্যা, রাজশ্রী-রা। তবে চলতি সিজনে প্রথমেই ফাইনালে পৌঁছে গিয়েছিলেন কাবো। তারপর সেরা তিনে পৌঁছে যান স্নেহা ভট্টাচার্য। এছাড়াও দুই প্রতিযোগী রনিতা এবং সোনিয়াও গোটা মরসুমে বারবার মন জয় করে নিয়েছেন বিচারকদের।
আরও পড়ুন: মেননের জন্য কাঁকনের মায়া দেখে চোখ ভিজছে দর্শকদের! জগদ্ধাত্রীতে আসছে বড় চমক
কাবো একসময় কালিম্পং-এর টুরিস্ট গাইডের কাজ করতেন। কিন্তু গান ছিল তাঁর রক্তে। তারপর জীবনের মোড় ঘুরে যায় জি বাংলা\র সারেগামাপায় অংশ নিয়ে। সেবারও তিনি মন জয় করে নিয়েছিলেন সকলেরই। কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছালেও রানার্স আপ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে। কাবোর জন্য তখন মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর অসংখ্য অনুরাগীদের।
আরও পড়ুন: TRP কমাই উচিত! অনুরাগের ছোঁয়ায় সূর্য-লাবণ্যর ন্যাকামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক
কিন্তু এরপর সবচেয়ে বড় ঝড় আসে তার জীবনে। মাত্র আট মাসের শিশুকন্যা এভিলিনকে হারান কাবো। তারপরেও স্ত্রী পূজার উৎসাহেই ভাগ্য অন্বেষণে মুম্বইতে আসেন কাবো। তারপর বাকিটা ইতিহাস। অনু মালিক থেকে হিমেশ রেশামিয়া, সকলেরই গুড বুকসে এখন নাম রয়েছে কাবোর।