লকডাউনের সময় দীর্ঘদিন রাজ্যে মদের দোকান বন্ধ থাকায় একেই সরকারের আয় বন্ধ ছিল। লকডাউনের পর গোটা দেশজুড়ে মদের বিপুল চাহিদা দেখা যায়।তখন বিভিন্ন রাজ্য সরকার অতিরিক্ত চাপিয়ে দিয়েছিল মদের উপর। তারপরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।মদের বিক্রি কমে যায় বিপুল পরিমাণে। সে কারণেই মদের 30% দাম কমিয়ে পুরনো দামে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তরের।