Byju's

anita

Byju’s: ‘আজ যে রাজা কাল সে ফকির’! ফোবর্সের তালিকা থেকে বাদ ভারতীয় এই কোটিপতি

নিউজ শর্ট ডেস্ক: একটা সময় ‘বিন্দু থেকে সিন্ধু’ হওয়ার প্রসঙ্গ উঠলেই উদাহরণ দেওয়া হতো তাঁর  নাম করে। অথচ ভারতীয় সেই কোটিপতিই আজ এককথায় ফতুর। ওই যে কথায় আছে, ‘আজ যে রাজা, কাল সে ফকির’।  সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে ভারতের জনপ্রিয় স্টার্ট আপ বাইজুসের (Byju’s) প্রতিষ্ঠাতা বাইজুর রবীন্দ্রনের (Byju Raveendran) সাথে।

   

একটা সময় ফোবর্সের তালিকায় কোটিপতিদের পাশে জ্বলজ্বল করতো তাঁর নাম। অথচ আজ এই কোটিপতিরই পকেট শূন্য।  ২০১১ সালে প্রতিষ্ঠিত ভারতের এই উদ্ভাবনী শিক্ষামূলক অ্যাপ বাইজুস খুব অল্প সময়ের মধ্যেই ভারতের সবচেয়ে জনপ্রিয় স্টার্টআপে পরিণত হয়েছিল। ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি নিজের সাফল্যের একেবারে শিখরে ছিল।

কিন্তু ২০২৪ সালেই এই প্রতিষ্ঠানটির সম্পত্তি একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেই সাথে একের পর এক অভিযোগে বিদ্ধ বাইজুস এখন কার্যত দেউলিয়া। প্রত্যেক বছরেই দেশের কোটিপতিদের তালিকা প্রকাশ করে ফোবর্স। একটা সময় সেই তালিকায় বাইজুস স্বমহিমায় বিরাজ করলেও এই বছর ফোবর্সের তালিকা থেকে একেবারে  বাদ পড়েছেন রবীন্দ্রন।

বাইজুসByju's,বাইজু রবীন্দ্রন,Byju Raveendran,জীবনের কাহিনী,Life Story,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ফোবর্সের  তরফে বলা হয়েছে ‘গত বছরের কোটিপতি তালিকা থেকে বাদ পরেছেন চারজন। তাঁদের মধ্যে অন্যতম বাইজুসের  প্রতিষ্ঠাতা রবীন্দ্রন। ২০২২ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২২ বিলিয়ন ডলার।  কিন্তু আশ্চর্যজনক ভাবে গত বছর সেই সম্পত্তি এসে দাঁড়ায় ২.১ বিলিয়ন মার্কিন ডলারে। আর এবার অর্থাৎ  ২০২৪ সালে দেশের কোটিপতিদের তালিকায় তো জায়গাই  হলো না বাইজুসের।

আরও পড়ুন: আরও এক সস্তার ধামাকা প্ল্যান নিয়ে হাজির জিও! রোজ ২ জিবি ডেটা সঙ্গে ফ্রি Amazon Prime

প্রসঙ্গত প্রায় ২ বছর  আগে থেকেই ব্যাপক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বেঙ্গালুরুর এই এডু-টেক সংস্থাটি। ইতিমধ্যেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই সংস্থার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা জরিমানা করেছে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বাইজুস।

বাইজুসByju's,বাইজু রবীন্দ্রন,Byju Raveendran,জীবনের কাহিনী,Life Story,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিনিয়োগকারীরাও এই সংস্থাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। এমনকি বেশ কয়েকটি মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েন বাইজু রবীন্দ্রন। শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিস।