Lakshmir Bhandar

anita

Lakshmir Bhandar: মে মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? এইভাবে চেক করুন পেমেন্ট স্ট্যাটাস

নিউজ শর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষী ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme)। প্রতিশ্রুতি মতোই এপ্রিল মাস থেকে বেড়েছে এই প্রকল্পের টাকা। তাই আগে ৫০০ টাকা করে দেয়া হলেও এবার এই প্রকল্পের আওত্তায় সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে হাজার টাকা।

   

আর তপশিলি জাতি-উপজাতি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ১২০০ টাকা।  প্রসঙ্গত আগে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতো মাত্র ৫০০ টাকা। যদিও তপশিলি জাতি-উপজাতি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হতো ১০০০ টাকা করে।

চলতি বছরেই বিধানসভায় বাজেট পেশের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন এই প্রকল্পে টাকা বাড়ানোর কথা। প্রসঙ্গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে  এই লক্ষী ভান্ডার প্রকল্প চালু হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী খবর এই মুহূর্তে আমাদের বাংলায় মোট ২ কোটি ১১ লক্ষ  মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

government Scheme,সরকারি প্রকল্প,West Bengal,পশ্চিমবঙ্গ,লক্ষ্মীর ভান্ডার,Lakshmir Bhandar,পেমেন্ট স্ট্যাটাস,Payment Status,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

মূলত শর্ত অনুযায়ী রাজ্যের যে যে সমস্ত মহিলাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তারাই রাজ্য সরকারের কাছ থেকে এই বিশেষ আর্থিক সহায়তা পাবেন।

আরও পড়ুন: একেবারে বিনা খরচে ৭ লক্ষ টাকার জীবন বীমা! ফায়দা নিন এভাবে

লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

১) প্রথমেই যেতে হবে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/-এ ।

২) এরপর নীচে স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করতে হবে ।

৩) এরপরের ধাপে একটি নতুন পেজ খুলে বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর অথবা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর লিখতে হবে।

৪) এরপর ক্যাপচা লিখে Search অপশনে ক্লিক করতে হবে ।

৫) পরবর্তী ধাপে এই স্কিমের নাম, BENEFICIARY ID, APPLICATION ID দেখা যাবে।

৬) এরপর নিজের নামের উপর ক্লিক করলেই ভেসে উঠবে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস।