Indian Railways

anita

Indian Railways: সুযোগ হাতছাড়া করলেই লস! গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

নিউজ শর্ট ডেস্ক: প্রচন্ড এই গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পাওয়ার জন্য ইতিমধ্যেই পাহাড়ের শান্ত-শীতল পরিবেশে ছুটি কাটাচ্ছেন অনেকেই। আর এখন তো গরমের ছুটিও (Summer Vacation) পড়ে গিয়েছে! তাহলে আর দেরি কিসের? প্যাকিং শুরু করে দিলেই হয়।

   

কিন্তু টিকিট (Ticket) কনফার্ম না হওয়ার চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। তবে নো টেনশন! গরমের ছুটিতে ভ্রমণের জন্য অনেক আগেই  বিশেষ ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। তবে যারা আগে থেকে সিট বুক করেছিলেন, তারা ভাগ্যবান।

কিন্তু ইদানীং টিকিটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে ইতিমধ্যেই বেশ কিছু স্পেশাল ট্রেনেরও (Special Train)  টিকিট  শেষ হয়ে ওয়েট লিস্ট চলছে। যার মধ্যে অন্যতম হল, হাওড়া – নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল কিংবা  হাওড়া – রকসৌল সামার স্পেশাল।

ভারতীয় রেল,Indian Railways,গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন,Summer Special Train,উপলব্ধ টিকিট,Availabe Ticktes,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু এখনও বেশ কিছু  ট্রেনের  টিকিট অ্যাভেলেবল রয়েছে। তাই এখনও কেউ যদি স্পেশাল ট্রেনের কন্ফার্ম বার্থ পেতে চান, তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে ফেলুন। যে সমস্ত সামার স্পেশাল ট্রেনে এখনও  টিকেট আছে, সেগুলি হল  ০৩০৪৫ হাওড়া – রকসৌল সামার স্পেশাল ট্রেন। জানা যাচ্ছে এই ট্রেনে  ২৯/০৪/২০২৪ তারিখে সফরের জন্য শুধুমাত্র স্লীপার ক্লাসের টিকিট আছে।

আরও পড়ুন: মাত্র ৭৫ টাকায় মিলবে ভরপেট খাবার! রেলের নতুন পরিষেবায় পাওয়া যাবে বাড়ির মতো খাবার

এছাড়াও  ০৩১০৫ শিয়ালদহ – জাগি রোড সামার স্পেশাল ট্রেনে ২৬/০৪/২০২৪ তারিখের সফরে  এসি ৩-টায়ার ক্লাসে এখনও টিকিট আছে। ০৩১০৭ শিয়ালদহ – লখনৌ সামার স্পেশাল ট্রেনেও  ২৭/০৪/২০২৪ তারিখের সফরে  ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও এসি ৩-টায়ার ক্লাসে এখনও টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া  ০৩১০৯ শিয়ালদহ – ভাদোদারা সামার স্পেশাল ট্রেনে  ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও স্লীপার ক্লাসের  টিকিট পাওয়া যাচ্ছে ।

একইভাবে ০৩১৩১ শিয়ালদহ – গোরক্ষপুর সামার স্পেশাল ট্রেনে  ২৯/০৪/২০২৪ তারিখের যাত্রায় স্লীপার ক্লাসে টিকিট আছে। ০৩১৩৫ কলকাতা – পাটনা সামার স্পেশাল ট্রেনে ২৫/০৪/২০২৪ ও ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায় স্লীপার ক্লাসের টিকিট আছে। এছাড়াও  ০৩১৮৫ কলকাতা -জয়নগর সামার স্পেশালে ২৬/০৪/২০২৪ তারিখের যাত্রায় দ্বিতীয় শ্রেণীর আসনে টিকিট আছে।

ভারতীয় রেল,Indian Railways,গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন,Summer Special Train,উপলব্ধ টিকিট,Availabe Ticktes,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে  ০৩৪০৯ মালদা টাউন – খাতিপুরা সামার স্পেশাল ট্রেনেও ২৫/০৪/২০২৪ তারিখের সফরে  কেবলমাত্র স্লীপার ক্লাসে টিকিট পাওয়া যাবে । এছাড়া  ০৩৪১৫ মালদা টাউন – লাল কুয়া সামার স্পেশালে ২৪/০৪/২০২৪ তারিখের যাত্রায় একইসাথে  এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও এসি ৩-টায়ার ইকোনমি ক্লাসের  টিকিট পাওয়া যাবে। আর  ০৩৪৬৫ মালদা টাউন – দিঘা সামার স্পেশাল ট্রেনে  ২৭/০৪/২০২৪ তারিখের সফরের জন্য শুধু  স্লীপার ক্লাসের টিকিট আছে। আর  ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা সামার স্পেশাল ট্রেনে ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায় ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও এসি ৩-টায়ার ক্লাসে টিকিট আছে।