Indian Railways

anita

Indian Railways: ট্রেনের সিট নিয়ে ঝগড়া-ঝাঁটির দিন শেষ! রেলের তরফে আনা হল একেবারে নতুন নিয়ম

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways), যাত্রীদের সফর আরও উন্নত আর স্বাচ্ছন্দ্য মূলক করে তুলতে প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা চালু করে থাকে। কিন্তু দূরপাল্লার ট্রেনে সফরের সময় রেল যাত্রীদের পছন্দের সিট (Seat) না পাওয়ার অভিযোগ বহুদিনের। ট্রেনে সফরকালীন সময়ে সিট নিয়ে  যাত্রীদের ভোগান্তি ভারতীয় রেলের যাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত ছবি।

   

তবে এবার সেই ছবি পাল্টাতে চলেছে রেল কর্তৃপক্ষের নেওয়া একটি সিদ্ধান্তে। এবার থেকে যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল আইআরসিটিসি (IRCTC)।

সাধারণত দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং (Ticket Booking)-এর আগে চার্ট টানিয়ে জানিয়ে দেওয়া হয় ওই ট্রেনের কোন বগিতে, কত নম্বর আসন, কার নামে রয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণী,দ্বিতীয় শ্রেণী,অথবা স্লিপার কোচ কিসের টিকিট কাটবেন সেটা সবাই আগে থেকে ঠিক করে থাকেন। কিন্তু লোয়ার বার্থ নাকি আপার বার্থ   অথবা সাইড আপার ইত্যাদি।

ভারতীয় রেল,Indian Railways,টিকিট বুকিং,Ticket Booking,সিট,Seat,আইআরসিটিসি,IRCTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কোন সিট কার জন্য বুক করা হলো তা পছন্দ করার সুযোগ পান না যাত্রীরা। আসলে এটা সম্পূর্ণ ভারতীয় রেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হয়। যার ফলে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের সফর করার সময় পছন্দের আসন নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকে। তবে এবার একে অপরের চোখ রাঙানি কিম্বা আসন পরিবর্তনের অনুরোধ করার ঘটনা ঘটবে না আর।

আরও পড়ুন: পাত্তা পাবে না বন্দে ভারত! কম ভাড়ায়, স্পিড-এবং সুবিধায় অনেক এগিয়ে এই ট্রেন

কারণ এবার থেকে যাত্রীরা  ট্রেনের টিকিট কাটার সময় নিজেদের পছন্দের আসন বেছে নিতে পারবেন নিজেরাই। এক্ষেত্রে ব্যাপারটা খানিকটা হবে সিনেমা হলের টিকিট কাটা কিংবা বিমানের আসন বুক করার মতো। আসলে এবার থেকে টিকিট কাটার সময়েই আইআরটিসি যাত্রীদের সামনে রেলের কামরার আসন বিন্যাসের একটি ডিজিটাল ছবি তুলে ধরবে।

ভারতীয় রেল,Indian Railways,টিকিট বুকিং,Ticket Booking,সিট,Seat,আইআরসিটিসি,IRCTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

যা দেখে যাত্রীরা নিজেদের পছন্দের আসন বুক করে ফেলতে পারবেন খুব সহজেই। তাই এবার থেকে কম বয়সী যুবক-যুবতী মানেই তাদের যে বাধ্যতামূলক ভাবে সবচেয়ে উপরের আসনে উঠতে হবে এমন নিয়ম আর থাকবে না। আইআরটিসি’র তরফ থেকে জানানো হয়েছে টিকিট কাটার সময় নিজেদের পছন্দের আসন নির্বাচন করার এই সুযোগ অনলাইনে আইআরটিসি অ্যাপ এবং ওয়েবসাইট দুটিতেই পাওয়া যাবে।

তবে এর জন্য যাত্রীদের কোন অতিরিক্ত  টাকাও দিতে হবে না বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে সব ঠিক মতো এগোলে খুব শিগগিরই এই ব্যবস্থা চালু হতে চলেছে। তবে ভারতীয় রেলের এই পদক্ষেপের ফলে যাত্রীদের সফর যে আরও আরামদায়ক হতে চলেছে তা বলাই বাহুল্য।