Jio

anita

Jio: জিও’র ধামাকা অফার! মাত্র ২০ টাকায় আনলিমিটেড নেট, ১৩ টি OTT সহ ৫০০-টি টিভি চ্যানেল

নিউজ শর্ট ডেস্ক: করোনা কালের সময় থেকেই দেশজুড়ে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের রমরমা। তাই যারা বাড়িতে বসে কাজ করেন তাদের কাজকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন হয় উচ্চগতির সীমাহীন ইন্টারনেট পরিষেবা। তাই যারা বাড়ি বসে কাজ করেন তাদের আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট পরিষেবার দরকার পড়ে।

   

তাই কেউ যদি এই সীমাহীন ইন্টারনেট পরিষেবার আনন্দ উপভোগ করতে চান তাহলে তারা জিওর এই এয়ার ফাইবার (Jio Air Fiber) প্ল্যান রিচার্জ (Recharge Plan) করতে পারেন।  জিওর এই এই এয়ার ফাইবার একটি ইন্টিগ্রেটেড এন্ড টু এন্ড সলিউশন। যা হোম ইন্টারনেট,স্মার্ট হোম সার্ভিস আর হাই স্পিড ব্রডব্যান্ড সার্ভিসের সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যানের দৈনিক খরচ হিসাব করলে দেখা যাবে ২০ টাকারও কম।

এখানে বলে রাখি জিওর এয়ার ফাইবার প্ল্যানে ব্যবহারকারীরা ফাইবার লেন ছাড়াই উচ্চগতির ইন্টারনেট স্পিডের সুবিধা পাবেন। যার মাধ্যমে পুরো পরিবারের সদস্যরাই উচ্চগতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে ১৩ টি অ্যাপ এবং ৫৫০ টির বেশি টিভি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যাবে। আসুন বিস্তারিত জানা যাক জিওর এয়ার ফাইবারের এই প্ল্যান সম্পর্কে।

জিও এয়ার ফাইবার,Jio Air Fiber,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ওটিটি প্লাটফর্ম,OTT Platform,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জিও ফাইবার ৫৯৯ প্ল্যান

জিওর এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এই প্ল্যানে ৩০ দিনের জন্য হাজার জিবি আনলিমিটেড ডেটা পরিষেবা  পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে দৈনিক ডেটার  কোন লিমিট থাকে না। এক্ষেত্রে ব্যবহারকারীরা যত খুশি ডেটা ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে ইন্টারনেটের গতি হবে ৩০mbps এই প্ল্যানে ৫০০-টিরও বেশি থেকে বেশি টিভি চ্যানেলের সুবিধা পাওয়া যাবে এছাড়া এই প্ল্যানে ১৩ টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: এক রিচার্জে মিলবে ১৫ টি ওটিটি চ্যানেল সহ অনেক কিছু, Airtel-র প্ল্যানে মাথায় হাত Jio-র

জিও এয়ার ফাইবার,Jio Air Fiber,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ওটিটি প্লাটফর্ম,OTT Platform,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে জিওর প্ল্যান রিচার্জ করতে গেলে আলাদা করে জিএসটি দিতে হয়। এছাড়াও নতুন কানেকশন নেওয়ার সময় ব্যবহারকারীদের সিকিউরিটি ডিপোজিটও দিতে হয়। আউটডোর ইনস্টলেশনের জন্য ১০০০ টাকা দিতে হয়। তবে বার্ষিক প্ল্যানের জন্য রিচার্জ করলে এই টাকা দিতে হয় না।