LIC,এলআইসি,'এলআইসি জীবন শিরোমণি প্ল্যান,LIC Jivan Shiromani Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,লাইফ ইন্সুরেন্স,Life Insurance

anita

LIC: লটারি নয়, এবার ভাগ্য বদলাবে LIC! জবরদস্ত এই স্কিমে রাতারাতি হবেন কোটিপতি

নিউজ শর্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই লাইফ ইন্সুরেন্স (Life Insurance) অর্থাৎ জীবন বীমা কোম্পানির তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়ে থাকে। তবে কোনো মিউচুয়াল ফান্ড বা ওই জাতীয় সংস্থার তুলনায় বিনিয়োগকারীদের কাছে বরাবরই অত্যন্ত বিশ্বস্ত হয়ে থাকে ব্যাঙ্ক, পোস্ট অফিস কিংবা এল আই সির মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি।

   

কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগ করা অনেক বেশি নিরাপদ এবং ঝুঁকিহীন। সেইসাথে থাকে নিশ্চিত রিটার্ন পাওয়ার সুবিধাও। তাছাড়া অধিকাংশ বিনিয়োগকারীই অর্থ বিনিয়োগ করার পর একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন পাওয়ার অপেক্ষায় থাকেন। মূলত তাদের জন্যই এবার একটি দুর্দান্ত পলিসি নিয়ে এসেছে এলআইসি। যার নাম হলো ‘এলআইসি জীবন শিরোমণি প্ল্যান’ (LIC Jivan Shiromani Plan)।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মধ্যে এই প্ল্যানটি অন্যতম। এলআইসির এই স্কিমে ব্যাপক রিটার্ন সহ একাধিক সুযোগ-সুবিধা পাওয়া। আসুন বিস্তারিত জানা যাক এলআইসি-র এই জীবন শিরোমণি প্ল্যান সম্পর্কে। এটি হল একটি লিমিটেড মানিব্যাক, অ্যাসিওরেন্স প্ল্যান। এটি মূলত একটি ইন্ডিভিজুয়াল, ননলিঙ্কড, লাইফ অ্যাসিওরেন্স প্ল্যান।

LIC,এলআইসি,'এলআইসি জীবন শিরোমণি প্ল্যান,LIC Jivan Shiromani Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,লাইফ ইন্সুরেন্স,Life Insurance

তবে এই প্ল্যানটিতে বিনিয়োগ করতে হলে, গ্রাহককে কমপক্ষে ১ কোটি টাকার অ্যাসিওরেন্সের উপর বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে বার্ষিক অথবা মাসিক চুক্তিতে প্রিমিয়াম দেওয়া সম্ভব।

আরও পড়ুন: বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি! Prime Video সহ একগুচ্ছ সুবিধা নিয়ে হাজির Jio

এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করার ক্ষেত্রে ৪ টি মেয়াদ রয়েছে। ১৪ বছর, ১৬ বছর, ১৮ বছর ও ২০ বছর। এই স্কিমে ন্যূনতম ১৮ বছর থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন। এছাড়াও ৪৫ বছরের কম বিনিয়োগকারীরা সর্বোচ্চ ২০ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। তবে ৪৫ থেকে ৫০ বছর বয়সীরা এই স্কিমে ১৬ বা ১৮ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।

LIC

এছাড়া এই স্কিমে ৫৫ বছর বয়সীরা সর্বনিম্ন ১৪ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে অন্তত এক বছরের প্রিমিয়াম শোধ করার পর, লোন নেবার সুবিধাও পাবেন গ্রাহকরা।কোনো ব্যক্তি যদি ১ কোটি টাকার রিটার্ন পাওয়ার জন্য ২৯ বছর বয়স থেকেই এই স্কীমে ১৬ বছরের জন্য বিনিয়োগ করা শুরু করেন, তাহলে প্রথম বছর প্রতি মাসে ৬১ হাজার ৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে।

তবে দ্বিতীয় বছর থেকে প্রতিমাসে প্রিমিয়াম দিতে হবে ৬০ হাজার ১১৫ টাকা।আর এইভাবে টাকা জমালে ১৬ বছর পর তিনি ফেরত পাবেন মোট ১ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা। তবে স্কিম চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তবে নমিনিও নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাবেন।