Hero

anita

Hero: কম খরচে বেশি মাইলেজ! সাধ্যের মধ্যে সাধপূরণের জন্য সেরা অপশন হিরোর এই ২ চাকা 

নিউজ শর্ট ডেস্ক: দুর্দান্ত ফিচার সম্পন্ন হিরো মটোকর্পের একটি বাইক (Bike) হল ‘Hero Splendor Plus’। কম খরচে হাই-মাইলেজ সম্পন্ন এই মোটরবাইক লুফে নেওয়ার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। এটি এমন একটি মোটরবাইক যার মধ্যে একবার তেল ভরলে বারবার যেতে হবে না পেট্রল পাম্প। এই বাইক একবার সার্ভিসিং করলে বারবার টাকা খরচ করতে হয় না। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই সাধপূরণের জন্য অন্যতম সেরা বিকল্প এই দু চাকার স্প্লেন্ডর।

   

আকর্ষণীয় লুক আর দুর্দান্ত ফিচার সম্পন্ন এই বাইকে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বাজারে বিক্রির জন্য এই বাইকের দাম রাখা হয়েছে কম করে প্রায় ৮০ হাজার টাকা। কিন্তু তা যদি কারোর বাজেটের বাইরে হয় তাহলে এই বাইকের নতুন মডেল কিনতে গিয়ে তাদের কিন্তু পকেটে টান পড়তে পারে। তবে কেউ চাইলে এই বাইকের পুরনো মডেল অনলাইন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

এখন এমন অনেক অনলাইন ওয়েবসাইট আছে যেখানে এই বাইকের পুরনো মডেলও খুবই কম দামে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয় স্প্লেন্ডার  প্লাস বাইকের পুরনো মডেলের ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। OLX ওয়েবসাইট থেকে এই হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের ২০১৪ সালের মডেল কিনতে চাইলে তা পাওয়া  যাবে মাত্র ২৩ হাজার টাকায়। এই বাইক ৫২,৪৩২ কিলোমিটার পর্যন্ত চলবে। এবংএই বাইকটিকে যে খুবই ভালোভাবে মেইনন্টেন করা হয়েছে তা দেখেই বোঝা যাবে। 

বাইক,Bike,Hero Splendor Plus,ফিচারস,Features,কম দাম,Low Price,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও ‘বাইক দেখো’ ওয়েবসাইট থেকেও হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৭ সালের মডেল কিনতে পাওয়া যাবে মাত্র ৩০ হাজার টাকা মূল্যে। এই বাইকের অবস্থাও কিন্তু বেশ ভালো। জানা যাচ্ছে এই বাইকের মালিক এই বাইকটিকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করেছেন।

আরও পড়ুন: এবার সত্যিই বাজারে আসছে ৩ চাকার এই অদ্ভুত স্কুটার! থাকছে দুর্দান্ত ফিচার্স

বাইক,Bike,Hero Splendor Plus,ফিচারস,Features,কম দাম,Low Price,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও কুইকার ওয়েবসাইটেও পাওয়া যাবে এই বাইকের ২০০৯ সালের মডেল। যার মূল্য রাখা হয়েছে ৩০ হাজার টাকা। পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো এই বাইক ফরিদাবাদ থেকেও কেনা যাবে। তাছাড়া এই ওয়েবসাইটগুলি ছাড়াও অনলাইন আরো অনেক ওয়েবসাইট থেকেও হিরো স্প্লেন্ডার প্লাস কিনতে পাওয়া যায়। সেখানে এই বাইকের দামও খুবই আকর্ষণীয় মূল্যের হয়ে থাকে।