Mithai

anita

Mithai: ‘চুমু পর্যন্ত ব্যাপারটা এগোতেই পারল না’! অতীতের প্রেম নিয়ে মুখ খুললেন ‘মিঠাই’

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যদিও আজও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি সকলের প্রিয় মিঠাই রানী হয়েই থেকে গিয়েছেন। জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘মিঠাই’ (Mithai) শেষ হওয়ার পর ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমার নায়িকা হয়ে ইতিমধ্যেই সাফল্য এসেছে, তাঁর ঝুলিতে।

   

তবে সুপারহিট বাংলা সিরিয়াল ‘মিঠাই’তে অভিনয় করার সুবাদেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন সৌমিতৃষা। সেই থেকে সোশ্যাল মিডিয়াতেও অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর।  এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহল থাকে সীমাহীন। ব্যতিক্রম নন সৌমিতৃষাও। প্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই খুঁটিনাটি তথ্য জানার জন্য মুখিয়ে থাকে তাঁর অনুরাগীরা।

বিশেষ করে তাঁর মনের মানুষ কে? কিংবা অতীতে কেন প্রেম ভেঙেছিল তাঁর? কীভাবে কোন বয়সে প্রেমে পড়েছিলেন ‘প্রধান’ নায়িকা? সম্প্রতি অতীতের প্রেম জীবন নিয়ে একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানেই সৌমিতৃষা জানিয়েছেন, সেই প্রাক্তন প্রেমিকের সাথে তাঁর প্রথম আলাপ হয়েছিল কোচিং ক্লাসেই।

Mithai

অভিনেত্রীর কথায় জানা যায় ছেলেটি কোচিংয়ে দু ক্লাসের বড় ছিলেন তাঁর থেকে। কোচিংয়ের সেই সিনিয়রের থেকে প্রেমের প্রস্তাব পেয়ে রাজি হয়ে গিয়েছিলেন নায়িকা।তবে সৌমিতৃষা জানান, সেসময় হুজুগে পরেই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেলেও বাড়ি আর অভিনয়ের চাপে কোথাও যেতে পারতেন না।

আরও পড়ুন: পর্ণার জীবনে ঘোর বিপদ! বর বেশে সুইটির সিঁথিতে সিঁদুর পরালো সৃজন, ফাঁস আগাম পর্ব

আর এই কারণেই নাকি অবশেষে তাঁর প্রাক্তন প্রেমিক বিরক্ত হয়ে বলেছিলেন , দেখাসাক্ষাৎ না হলে প্রেম টিকবে না। ব্যস,তারপরেই নাকি সেই সম্পর্কে দাঁড়ি পড়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘প্রেমটা ভেঙে গেল! চুমু পর্যন্ত ব্যাপারটা এগোতেই পারল না।’ প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় মিঠাই শেষ হওয়ার আগেই ‘প্রধান’ সিনেমায় সুযোগ পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,প্রাক্তন প্রেমিক,Ex Boyfriend,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তারপর ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাঁকে শেষবার দেখা গিয়েছে প্রধান সিনেমায়। তবে অভিনেত্রী জানিয়েছেন আপাতত বাংলা সিরিয়ালে ফেরার ইচ্ছা নেই তাঁর। এই মুহূর্তে সিনেমা কিংবা ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।