নিউজ শর্ট ডেস্ক: টিভি খুললেই এখন নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এখনকার দিনে সিরিয়াল মানেই ব্যবসা। তাই যে কোনো বাংলা সিরিয়ালের ক্ষেত্রেই এখন শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকার পিছিয়ে পড়লেই অসময়ে শেষ হয়ে যাচ্ছে যে কোন বাংলা সিরিয়াল। তাই এখনকার দিনে কোন সিরিয়ালই আর ইলাস্টিকের মত টেনে টেনে লম্বা করা হয় না।
নির্দিষ্ট সময়েই শেষ করে দেওয়া হয় সিরিয়ালের সম্প্রচার। তাই টেলিভিশনের পর্দায় কারও বয়স ৩ মাস তো কারও বড় জোর ৬ মাস। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। তবে একথাও ঠিক একের পর এক সিরিয়াল যেমন শেষ হচ্ছে তেমনি দর্শকদের স্বাদ বদলের জন্যও আসছে এক ঝাঁক নতুন সিরিয়াল।
আর এই সমস্ত সিরিয়ালের হাত ধরেই দর্শক ফিরে পাচ্ছেন বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। নতুন রূপে, নতুন চরিত্রে।সদ্য জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলেছে এমনই একটি নতুন সিরিয়াল ‘মিঠি ঝোরা’ (Mithi Jhora)। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে তারকাখচিত এই সিরিয়ালে নায়িকাদের মেলা। একজন নয়, দুজন নয় মোট তিনজন নায়িকা রয়েছেন এই সিরিয়ালে।
তারা তিনজনেই তিন বোন। টিভির পর্দায় এই তিন বোনের চরিত্রে অভিনয় করছেন ‘খেলনা বাড়ি’র মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতি, জনপ্রিয় আলো অভিনেত্রী দেবাদৃতা বসু এবং ছোট পর্দার রঞ্জা অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী।প্রথম প্রমোতেই দেখা মিলেছে মিঠি ঝোরার নায়কেরও। প্রথমে তাঁকে নবাগত অভিনেতা বলে মনে হলেও আসলে তা নয়।
আরও পড়ুন: দীপাকে ছেড়ে ভাইয়ের বউয়ের সাথে রোম্যান্স! TRP কমতেই সূর্যকে তুলোধোনা দর্শকদের
মিঠি ঝোরার নায়ক সপ্তর্ষি রায় বাংলা ওয়েব সিরিজের জগতে অত্যন্ত পরিচিত মুখ। প্রায় দু বছর আগে তিনি আকাশ আটের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইকির মিকির’-এও প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন।তাছাড়াও খুব ছোট থেকেই সপ্তর্ষি অভিনয় করেছেন আকাশ আটের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।
আরও পড়ুন: ‘সন্ধ্যাতারা’র গল্প চুরির অভিযোগ, শুরুর আগেই বিপাকে জি বাংলার ‘মিঠিঝোড়া’
তালিকায় রয়েছে ‘মা সারদা’, ‘সাতকাহন’ এবং ‘রামপ্রসাদ’-এর মতো সিরিয়ালে। এছাড়া তিনি থিয়েটারেও অভিনয় করেন। এই নতুন সিরিয়ালের প্রোমোতে তাঁকে দেখার পর থেকেই ক্রাশ খাচ্ছেন বাংলার তরুণীরা। অভিনেতা সপ্তর্ষি রায়কে তাঁর নতুন সিরিয়াল ‘মিঠি ঝোরা’র জন্য আমাদের নিউজ শর্টের পক্ষ থেকে জানাই অগ্রিম অভিনন্দন।