Bengali Serial

anita

Bengali Serial: ‘সব থেকে সুরক্ষিত জায়গাটাই ফাঁকা আমার জীবনে’! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ‘পর্ণা’ পল্লবী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলে পল্লবী শর্মা (Pallvi Sharma)। এই মুহূর্তে ছোট পর্দার দর্শক তাঁকে দেখছেন জি বাংলার (Zee Bangla) সুপারহিট বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) আলোকপর্ণা দত্ত ওরফে পর্ণার (Parna) চরিত্রে। পর্দায় এই পর্ণা চরিত্রটি যেমন প্রতিবাদী তেমনি সাহসী। খুব অল্পদিনেই পল্লবীর অভিনয় গুণে এই চরিত্রটি দর্শকমহলে  ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

   

দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও পল্লবীর অভিনয়ের ঝুলিতে রয়েছে মোট দুটি ধারাবাহিক। আসলে খুবই বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। এর আগে স্টার জলসার সুপারহিট মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তবে অভিনয় জীবনে আকাশছোঁয়া সাফল্য পেলেও বাস্তবে একেবারে খাঁ খাঁ  করছে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন।

আসলে খুব ছোটবেলাতেই নিজের বাবা মা’কে হারিয়েছিলেন পল্লবী। আর এখন এত বড় কলকাতা শহরের বুকে নিজের ফ্ল্যাটে একাই থাকেন তিনি। তবে অভিনয় জীবনে এত সফল হলেও আজ-ও পল্লবীর  জীবনে ফাঁকা থেকে গিয়েছে, তাঁর বাবা-মায়ের শূন্যস্থান।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,পল্লবী শর্মা,Pallavi Sharma,ব্যক্তিগত জীবন,Personal Life,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

বিশেষ করে উৎসবের দিনগুলোতে তিনি খুব বেশি করে মিস করেন বাবা-মা’কে।  নববর্ষে আনন্দবাজার অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারের দর্শকদের প্রিয় পর্ণা এপ্রসঙ্গে জানিয়েছিলেন ‘কলকাতায় একা থাকি। তবে দাদা-বৌদি আছেন তবে একা কাটাতেই বেশি ভালোবাসি। উৎসবের দিনগুলো ভীষণ মিস করি বাবা-মাকে। আমার জীবনে কোনও পিছুটান নেই, নেই কোনও ভয়। আমার মনে হয় জীবনে একা থাকার মানুষগুলো কোনও ভয় থাকে না’।

আরও পড়ুন: শুধু TRP আছে বলে! জগদ্ধাত্রীর ‘মিউট নায়ক’ স্বয়ম্ভুকে দেখে বিরক্ত দর্শক

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,পল্লবী শর্মা,Pallavi Sharma,ব্যক্তিগত জীবন,Personal Life,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে এদিন অভিনেত্রী আরও জনিয়েছেন, ‘অনেক ছোট বয়সে বাবা-মাকে হারিয়েছে। পৃথিবীতে যেটা সব থেকে সুরক্ষিত জায়গা, সেটাই ফাঁকা আমার জীবনে। তার পর থেকেই বুঝে যাই, আমাকে একা চলতে হবে। তাই আমি জীবনে যতটুকু পাচ্ছি, সেটাই উপরি পাওনা মনে হয়। আজ কাজ করছি, দর্শকের এত ভালবাসা পাচ্ছি, সেটা মনে হয় বাবা-মায়ের আশীর্বাদ।’