SBI

anita

SBI: SBI-র গ্রীন FD-তে রাখুন টাকা! রিটার্নের পরিমাণ শুনলে চমকে যাবেন

নিউজ শর্ট ডেস্ক: রিজর্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই-এর তরফ থেকে ভারতে গ্রীন ফাইন্যান্স ইকোসিস্টম ডেভেলপ করার জন্য তথা সবুজায়নের জন্য গ্রীন ডিপজিট গাইডলাইন্স (Green Deposit Guideline) চালু করা হয়েছে।

   

আর এবার ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI-এর তরফ থেকেও গ্রীন এফডি (Green FD) চালু করা হয়েছে। আসুন SBI-এর গ্রীন এফডি সম্পর্কে বিস্তারিত জানা যাক। আসলে এটি এক ধরণের ফিক্সড ডিপোজিটই। আসলে এই স্কিমে বিনিয়োগকারীর জমা করা টাকা পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্পের কাজে বিনিয়োগ করা হয়।

এসবিআই গ্রিন এফডি কি?

এটি এমন একটি স্কিম, যেখানে বিনিয়োগ করা অর্থ পরিবেশ সংক্রান্ত স্কিমের প্রচারে ব্যবহার করা হয়। এর মূল লক্ষ্য হল দেশের গ্রিন ফাইন্যান্স ইকোসিস্টেমে সাহায্য করা। এটি দেশকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার লক্ষ্যেই তৈরী করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে, এনআরআই বাসিন্দা ও সংস্থাও গ্রিন এফডি স্কিমে বিনিয়োগ করতে পারেন।

SBI,এসবিআই,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,State Bank Of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,গ্রীন এফডি,Green FD,গ্রীন ডিপজিট গাইডলাইন্স,Green Deposit Guideline

যে কোনো SBI গ্রাহক নূন্যতম হাজার টাকা দিয়েও ফরীন এফডি-তে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এক্ষেত্রে বিনিয়োগের জন্য গ্রাহকদের তিনটি মেয়াদে বিনিয়োগ করতে হবে। এই দিনটি মেয়াদ হল ১১১১ দিন, ১৭৭৭ দিন এবং ২২২২ নেই দিনের এফডি করার বিকল্প দেওয়া হয়।

আরও পড়ুন: মাত্ৰ ১৫ হাজার টাকা দিয়ে কিনুন এই মেশিন, এই ব্যবসায় প্রতি মাসে রোজগার হবে ৬০ হাজার টাকা

এখানে বলে রাখি ১১১১ দিনের এফডি-তে গ্রাহকরা ৬.৬৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন। তবে কেউ যদি ১৭৭৭ দিনের এফডি করেন তাহলে সাধারণ নাগরিকরা ৬.৬৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন। এছাড়া কেউ যদি ২২২২ দিনের জন্য এফডি করেন তাহলে সাধারণ মানুষরা ৬.৪০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন।

SBI,এসবিআই,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,State Bank Of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,গ্রীন এফডি,Green FD,গ্রীন ডিপজিট গাইডলাইন্স,Green Deposit Guideline

এই FD-তে কীভাবে এবং কোথায় বিনিয়োগ করতে হবে?

এখন এই পরিষেবা অনলাইনে চালু না হওয়ায় এই ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে বিনিয়োগকারীকে ব্যাঙ্কের শাখায় যেতে হবে। তবে, আগামী দিনে এই পরিষেবা অনলাইনে চালু হলে গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে YONO অ্যাপের সাহায্যে গ্রিন FD -তে বিনিয়োগ করতে পারবেন।