Investment

anita

Investment: চড়চড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! কম সময়েই মোটা রিটার্ন দিচ্ছে ইউকো ব্যাঙ্কের এই FD প্ল্যান

নিউজ শর্ট ডেস্ক: প্রত্যেক মাসে অর্থ উপার্জনের পাশাপাশি নিয়ম করে টাকা সঞ্চয় (Savings) করে থাকেন কমবেশি সকলেই। ভবিষ্যতের কথা ভেবে অধিকাংশ মানুষ টাকা সঞ্জয় করেন ঠিকই,কিন্তু সেই সাথে সঞ্চয় করা  টাকা যদি বিভিন্ন প্রকল্পের রাখা যায় তাহলে সে ক্ষেত্রে অনেক বেশি সুদ (Interest)-ও পাওয়া যায়।

   

আর যখনই বেশি সুদের কথা ওঠে তখনই বিনিয়োগকারীরা সব সময় খতিয়ে দেখেন কোথায় টাকা সঞ্চয় করলে বেশি লাভ করা যাবে অর্থাৎ কোথায় সুদের পরিমাণ বেশি। তবে শুধু লাভ নয়, লাভের সাথে সাথে দেখতে হয় নিরাপত্তার বিষয়টিও।

কষ্ট করে উপার্জনের টাকা সঞ্চয়ের ক্ষেত্রে নজর দিতে হয় সুরক্ষার দিকেও। আর এবার গ্রাহকদের জন্য এমনই একটি লাভজনক এবং সুরক্ষিত এফডি প্ল্যান (FD Plan) নিয়ে এসেছে আমাদের দেশের জনপ্রিয় ব্যাংক ইউকো ব্যাংক (UCO Bank)।

ইউকো ব্যাংক,UCO Bank,এফডি প্ল্যান,FD Plan,সঞ্চয়,Savings,সুদ,Interest,বিনিয়োগ,Investment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এমন অনেকেই রয়েছেন যারা এই প্ল্যান সম্পর্কে সঠিক তথ্য না জেনেই ভুলভাল মেয়েদের এফডি করে থাকেন। দেশের কোনো সাধারণ নাগরিক যদি এই ব্যাঙ্কে ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিট করেন তাহলে তাদের ৭ থেকে ১৪ দিনের জন্য সুদ দেওয়া হয় ২.৯০ শতাংশ। একই হারে সুদ দেওয়া হয় ১৫ থেকে ২৯ দিনের ক্ষেত্রেও। তবে ৩০ থেকে ৪৫ দিনে সুদ দেওয়া হয় ৩ শতাংশ। তবে ৪৬ থেকে ৬০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ দেওয়া হয় ৪ শতাংশ। একই সুদ দেওয়া হয় ৬১ থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটেও। তবে ৯১ থেকে ১২০ দিনের জন্য এফডি করলে ৪.৫০ শতাংশ সুদ দেওয়া হয়।

আরও পড়ুন: পুঁইশাক গাছেই আছে লক্ষ্মী ভান্ডার! এই শাক দিয়েই আয় করুন মুঠো মুঠো টাকা

এছাড়াও ১৫১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ দেওয়া হয় ৫ শতাংশ। পাশাপাশি ১৮১ থেকে ৩৬৪ দিনের এফডিতে সুদ দেওয়া হয় ৫.৫০ শতাংশ। এক থেকে দু’বছরের জন্য এফডি করলে সুদ দেওয়া হয় ৬.৫০ শতাংশ। তবে দুই থেকে তিন বছরের জন্য এফডি করলে সুদ দেওয়া হয় ৬.৩০ শতাংশ। অন্যদিকে ৩-৫ বছরেরএফডিতে সুদ দেওয়া হয় ৬.২০ শতাংশ। যদিও এই ব্যাংকে পাঁচ বছরের বেশি সময়ের জন্য এফডি করলে সুদ দেওয়া হয় ৬.১০ শতাংশ।

Investment

উপরোক্ত প্ল্যান গুলি ছাড়াও রয়েছে ইউকো ব্যাংকের ৪০০ দিনের প্ল্যান। এক্ষেত্রে ইউকো ব্যাংকে কোনো বিনিয়োগকারী যদি ৪০০ দিনের জন্য এফডি করেন তাহলে তিনি ৭.০৫ শতাংশ হরে সুদ পাবেন। হিসাব অনুযায়ী এক বছরের থেকে বেশি কয়েকদিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে এই বিপুল পরিমাণ সুদ পাওয়া যায়। তবে ইউকো ব্যাংকের অন্য কোন প্ল্যানে কিন্তু এই হারে সুদ দেওয়া হয় না।