নিউজ শর্ট ডেস্ক: মাত্র ১০ টাকার পারিশ্রমিক নিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন বলিউডের (Bollywood) সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। একটা সময় তাঁর স্টারডমের সামনে পাত্তাও পেত না বড় বড় সুপারস্টাররাও। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নৃত্য পটিয়সী এই অভিনেত্রী বছরের পর বছর রাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। এমনকি একসময় এমপিও হয়েছিলেন তিনি।
হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জয়া প্রদাকে (Joya Proda) নিয়ে। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। একটা সময় ছিল যখন তিনি অভিনয় করেছিলেন বলিউডের প্রায় সমস্ত বড় তারকাদের সঙ্গে। তবে জিতেন্দ্রর সাথে তাঁর জুটিই ছিল অনুরাগীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া কোনো বাছ-বিচার না করেই তিনি অভিনয় করেছেন প্রায় সব ধরনের চরিত্রেই।
একটা সময় মনে করা হত যে যত বেশি নাচে পারদর্শী হবেন ইন্ডাস্ট্রিতে তাঁর প্রবেশের পথ তত বেশি প্রশস্ত হয়ে যায়। আর বলিউডে খুব কম অভিনেত্রীই রয়েছেন যাঁরা শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী। অভিনেত্রী জয়া প্রদাও এমনই একজন অভিনেত্রী। আর তাঁর নাচের পারদর্শিতার স্পষ্ট ছাপ পাওয়া যায় তাঁর অভিনয়ে। শক্তিশালী অভিনয় দক্ষতার অধিকারী এই অভিনেত্রীর সৌন্দর্য-ও অত্যন্ত মনো মুগ্ধকর।
অসাধারণ সৌন্দর্য এবং নাচের দক্ষতার জন্য তাঁর কোনো দিন কাজের অভাব ছিল না। অনেকেই হয়তো জানেন না মাত্র ১৩ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয়েছিল এই প্রতিভাবান অভিনেত্রীর। তাঁর নাচ দেখেই পরিচালকরা অভিনয়ের প্রস্তাব দিতে শুরু করেন। ১৯৭৪ সালে মাত্র ১৩বছর বয়সে জয়াপ্রদা প্রথম সিনেমা ‘ভূমি কেশম’-এ অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত মিঠুন চক্রবর্তী! এই রোগের সমস্যা জানলে ভয় ধরবে মনে
জানলে অবাক হবেন এই সিনেমায় অভিনয়ের বিনিময়ে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ টাকা। যদিও এটি ছিল একটি তেলেগু সিনেমা। দক্ষিণী সিনেমায় অভিনয়ের পরেই তাঁর সফর শুরু হয় বলিউডে। হিন্দি সিনেমায় পা রাখার পর খুব অল্প দিনেই তিনি হয়ে ওঠেন একজন শীর্ষ অভিনেত্রী।পরবর্তীতে তিনিই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন।
দীর্ঘদিনের অভিনয় জীবনে, তিনি জিতেন্দ্র, ধর্মেন্দ্র, অমিতাব বচ্চন এমনকি সুপারস্টার রাজেশ খান্নার সাথেও অভিনয় করেছেন। অভিনয়ের লম্বা ইনিংসে তিনি প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডে নাম-যশ খ্যাতি অর্জনের পর অভিনয় জগতকে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দেন নায়িকা। আজও এমন বহু অনুরাগী রয়েছেন যারা জয়া প্রদার ছবি দেখতে পছন্দ করেন।