Ration Card

anita

Ration Card: এপ্রিল মাসেই পাবেন আরও বেশি রেশন! এদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা

নিউজ শর্ট ডেস্ক: সম্প্রতি এপ্রিল মাসের খাদ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য খাদ্য দপ্তর (The Department of Food & Supplies)। রামজান মাস (Ramadan Month) উপলক্ষেই এই মাসে বেশি বেশি করে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (State Government)। ইফতারি পালনের জন্যই ভর্তুকিতে ফ্রি রেশন (Free Ration) ছাড়াও দেওয়া হচ্ছে চিনি,ছোলা, ময়দা ইত্যাদি। এর নাম দেওয়া হয়েছে রামজান বিশেষ প্যাকেজ (Ramadan Special Package)।

   

সম্প্রতি এপ্রিল মাসেই যে খাদ্য তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রেশন বাড়ানোর কথা ঘোষণা করে , কোন কার্ড হোল্ডাররা কত রেশন পাবেন তার লিস্ট প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢোকার বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

যার মধ্যে SPHH ও AAY কার্ড রয়েছে এমন সদস্যের সংখ্যা প্রায় তিন কোটি। খাদ্য দপ্তর সূত্রে আপডেট, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) ক্যাটেগরির কার্ড হোল্ডাররা এই সুবিধা লাভ করবেন। অন্যান্য শ্রেণির কার্ড রয়েছে এমন পরিবারগুলি কেবল ফ্রি রেশনের সুবিধা পাবেন। সেইসাথে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ও বৃদ্ধ ভাতা নিয়েও বড়ো আপডেট জারি করা হয়েছে নবান্নের তরফে।

পশ্চিমবঙ্গ,West Bengal,রাজ্য খাদ্য দপ্তর,The Department of Food & Supplies,রামজান মাস,Ramadan Month,রাজ্য সরকার,State Government,ফ্রি রেশন,Free Ration,রামজান বিশেষ প্যাকেজ,Ramadan Special Package,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখন প্রশ্ন হল কারা পাবেন এই রামজান বিশেষ প্যাকেজের অতিরিক্ত রেশন? প্রসঙ্গত আমাদের দেশে ৮০ কোটির বেশি মানুষ ফ্রি রেশন পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা নয় কোটি। যার মধ্যে প্রায় তিন কোটি মানুষই হোলেন SPHH ও AAY কার্ড হোল্ডার।

আরও পড়ুন: এই পড়ুয়াদের ১৮ হাজার টাকা দিচ্ছে সরকার! শুধু থাকতে হবে এই যোগ্যতা

খাদ্য দপ্তর সূত্রে খবর অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) ক্যাটেগরির কার্ড হোল্ডাররাই এই সুবিধা লাভ করবেন। এছাড়া অন্যান্য শ্রেণীর কার্ড রয়েছে এমন পরিবার গুলি শুধুমাত্র ফ্রিতে রেশনের সুবিধা পাবেন। এছাড়াও এদিন লক্ষী ভান্ডার,বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা নিয়েও সামনে এসেছে বড় আপডেট।

আগেই জানানো হয়েছিল বিনামূল্যে রেশন ছাড়াও AAY ও SPHH কার্ড হোল্ডাররা বিশেষ এই প্যাকেজের আওতায় মাত্র ৪৯ টাকায় পাবেন এক কেজি ছোলা, ১ কেজি চিনি পাবেন ৩২ টাকায় এবং ৩০ টাকায় পাবেন ১ কেজি ময়দা। তবে এই সুবিধা শুধমাত্র ২৪শে মার্চ হতে ২১শে এপ্রিল পর্যন্তই পাওয়া যাবে। উল্লেখ্য, যে সমস্ত পরিবার অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের জন্য ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পেয়ে থাকেন তা এই বিশেষ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।

পশ্চিমবঙ্গ,West Bengal,রাজ্য খাদ্য দপ্তর,The Department of Food & Supplies,রামজান মাস,Ramadan Month,রাজ্য সরকার,State Government,ফ্রি রেশন,Free Ration,রামজান বিশেষ প্যাকেজ,Ramadan Special Package,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত সম্প্রতি বাজেট পাশের সময়েই বাড়ানো হয়েছে লক্ষ্মীভান্ডারের টাকা। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই এপ্রিল মাসের শুরু থেকেই তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে  ১২০০ টাকা এবং সাধারণ  মহিলাদের অ্যাকাউন্টে  ১০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। অন্যদিকে ডকুমেন্টস ভুল, IFSC সমস্যা, আধার লিঙ্ক না থাকার কারণে অনেকের বেশ কয়েক মাস ধরে টাকা ঢোকা বন্ধ ছিল। এবার তারাও তাদের এই বকেয়া দুই-তিন হাজার টাকা পেয়ে যাবেন একসাথে।