Electric Scooter

Electric Scooter: লাগবে না চাবি, দরকার হবে না ড্রাইভিং লাইসেন্স! মাত্র ৫৬ হাজার টাকায় কিনুন এই ই-স্কুটার

নিউজ শর্ট ডেস্ক: মাত্র ৫৬ হাজার টাকায় পেয়ে যান এই ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। ইদানিং ভারতের বাজারে ব্যাপক চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। বিশেষ করে দু-চাকার মোটরবাইকের পাশাপাশি চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের। আজ আপনাদের জানাবো এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে যা চালানোর জন্য কোনো চাবি কিংবা ড্রাইভিং লাইসেসন্সের দরকার পড়বে না।

এখানে কথা হচ্ছে ইউলু উইন (Yulu Wynn) ইলেকট্রিক স্কুটারের। এই বাইকের দাম এখন কমে গিয়ে ৫৫,৫৫৫ টাকায় নেমে এসেছে।আগ্রহী স্কুটারপ্রেমীরা এই দু-চাকাটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ৯৯৯ টাকা দিয়ে বুক করে রাখতে পারেন। উইন সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস (CMVR) এর কম গতির আওত্তায় পড়ে।

তাই এটি চালানোর জন্য কোনো হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। এই স্কুটারে সংস্থার তরফে একটি ১৫ ভোল্ট ১৯.৩AH ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক দিয়েছে। যা একবার চার্জ দিলে ৬৮ কিলোমিটার পর্যন্ত একটি IDC রেঞ্জ দেয়। যদিও শহরে এই স্কুটারের রেঞ্জ ৬১ কিলোমিটার হয়ে থাকে।

প্রযুক্তি,Technology,ইউলু উইন,Yulu Wynn,বৈদ্যুতিক স্কুটার,Electric Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই স্কুটারে উন্নতমানের BLDC বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। যার সর্বোচ্চ গতি ঘন্টায় ২৪.৯ কিলোমিটার। এতে একটি অদলবদল যোগ্য ব্যাটারি রয়েছে যা বিনিময় করতে মাত্র ১ মিনিট সময় লাগে। এই স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন রয়েছে।

আরও পড়ুন: জটিল রোগ হলেও থাকুন টেনশন ফ্রি, এই বিশেষ স্বাস্থ্য বীমা খেয়াল রাখবে রোগী ও পরিবারের

প্রযুক্তি,Technology,ইউলু উইন,Yulu Wynn,বৈদ্যুতিক স্কুটার,Electric Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই স্কুটারের দু’তো চাকাতেই ১১০ মিমি ড্রাম ব্রেক রয়েছে।এটি দেশের প্রথম ইলেট্রিক স্কুটার যা চাবি ছাড়াই অ্যাক্সেস করা যায়। অর্থাৎ এই স্কুটার চালানোর জন্য কোন ফিজিক্যাল কি লাগবে না। অ্যাপের সাহায্যে কানেক্ট করেই এই বাইক স্কুটার করা যাবে।

Avatar

anita

X