Tajmahal

anita

Tajmahal: শুধু স্কিন নয়, তাজমহলের ট্যানও দূর করা হয়! খরচ কত হয় জানেন? 

নিউজ শর্ট ডেস্ক: সৌন্দর্যের জন্য গোটা পৃথিবী বিখ্যাত ভারতের তাজমহল (Tajmahal)। সম্প্রতি এই তাজমহল নিয়েই একটি  আরটিআই প্রকাশ্যে এসেছে। যা থেকে জানা যাচ্ছে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগ তাজমহলের মার্বেলের ওপর জমে থাকা ধুলো, মাটি পরিষ্কার করার জন্য বিশেষ কাদা-প্যাক থেরাপি (Mud Pack Therapy) ব্যবহার করে থাকে।

   

এখনও পর্যন্ত ১০ বার এই কাদা প্যাক থেরাপি ব্যবহার করে তাজমহল ঝাঁ চকচকে করে তোলা হয়েছে। এই কাদা প্যাক থেরাপির জন্য খরচের পরিমাণ শুনলে আঁতকে  উঠবেন যে কেউ। জানা যাচ্ছে তাজমহল পরিষ্কার রাখতে এই থেরাপির পিছনে খরচ হয়েছে মোট ১৭৪১০২৪২ কোটি টাকা।

তাজমহল কে নতুনের মত রাখতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী। আগ্রার সিনিয়র অ্যাডভোকেট কেসি জৈন একটি আরটিআই দায়ের করেছিলেন , যার উত্তরে এই তথ্য পাওয়া গিয়েছে। তাজমহলের দূষণ নিরাময়ের জন্য এই কাদা  থেরাপি ব্যবহার করা হয়। তথ্য অনুসারে জানা যাচ্ছে যে এই মাটির প্যাক এর কাজটি এএসআই-এর বিজ্ঞান শাখার তরফ থেকে করা হয়ে থাকে।

তাজমহল,Tajmahal,কাদা প্যাক থেরাপি,Mud Pack Therapy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কেসি জৈন জানিয়েছেন তারা পুরাতত্ব বিভাগের থেকে তরফ থেকে আরটিআই  দাবি করেছিলেন। সেই  তথ্য থেকে জানা গিয়েছে কাদা প্যাকের কাজ এসআইয়ের বিজ্ঞান শাখার তরফ থেকে করা হয়ে থাকে।২০০৭-০৮ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত এই প্যাক করা হয়েছে।

আরও পড়ুন: পরিচারিকা কাজ করতে চায় না, এবার আরো মানুষ ঘৃণা করবে, বিস্ফোরক ‘জুন আন্টি’

টিটিজি’তে তাজমহলকে দূষণ  থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নেই। এই কারণেই এই কাদা প্যাক থেরাপির সাহায্যে তাজমহলে জমা হওয়ার কার্বন এবং অন্যান্য ধরনের দূষিত উপাদান পরিষ্কার করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই কাদা থেরাপিটি আসলে কিছু সময়ের জন্য রাখা হয়। পরে এতে হালকা লবণ এবং পরিবেশের কথা মাথায় রেখে উপযুক্ত জৈব রাসায়নিকের মিশিয়ে ব্রাশের সাহায্যে মার্বেলের গায়ে লাগানো হয়ে থাকে।

তাজমহল,Tajmahal,কাদা প্যাক থেরাপি,Mud Pack Therapy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর ওই অংশটি পলিথিনের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। এই প্রক্রিয়া চলাকালীন মার্বেলের গায়ের উপর জমে থাকা ক্ষতিকারক অ্যাসিটিক পদার্থ গুলো শোষণ করে নেয়। প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কাদামাটি নিজে থেকেই ঝরে যায়। আর অবশিষ্ট কাদামাটি ব্রাশের সাহায্যে পরিষ্কার করা হয় এবং একেবারে শেষ পর্যায়ে মার্বেলটি বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলা হয়।