একটা সময় বলিউড মানুষের গর্বের জায়গা থাকলেও এখন সেসব অতীত। দক্ষিণী ঝড়ে রীতিমত কুপোকাত হয়ে পড়েছে বি টাউন। আর সাথে সাথে মানুষের পছন্দের তালিকাতেও এবার উঠে আসছে দক্ষিণী তারকাদের নাম। আগে যেখানে বলিউড স্টারদের আইকন মানা হত এখন সেই জায়গা নিচ্ছে সাউথ স্টাররা।
এমনকি এবার তো, বলিউডেও (Bollywood) রাজত্ব কায়েম করছে তারা। ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন, বিজয় দেবরাকোন্ডা থেকে শুরু করে রশ্মিকা মান্দানার মত তারকারা। আর এবার সেই জুতোয় পা গলিয়ে বলিউডে নামছেন ‘পুষ্পা’ (Pushpa) স্টার আল্লু অর্জুন (Allu Arjun)। সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি একেবারে রাজকীয় অভিষেক (Debut) হতে চলেছে তারকার।
আর বি টাউনের অন্দরমহল থেকে এই খবর পাওয়ার পর থেকেই জল্পনার শেষ নেই সিনে দুনিয়ায়। কোন ছবি, কী বিষয়বস্তু, পরিচালক কে, এরকম হাজার একটা আলোচনা চলছে তাকে নিয়ে। তবে এবার সমস্ত জল্পনার অবসান। বলিউডের অভিষেকের ক্ষেত্রে অল্লুর আস্থা বলিউড পরিচালক নয় বরং, দক্ষিণ ভারতীয় পরিচালকের উপর।
সূত্রের খবর, এবার সিরিজের কর্ণধার ভূষণ কুমার ও সন্দীর রেড্ডির সঙ্গে জোট বাঁধতে চলেছেন আল্লু। ইতিমধ্যেই টি সিরিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ছবি শেয়ার করে আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি নতুন জুটি পেতে চলেছে সিনেমা প্রেমীরা।
পাশাপাশি এটা যে একটা বড় বাজেটের ছবি হতে চলেছে সেই কথা বলাই বাহুল্য। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। তবে যতটুকু খবর মিলেছে তা শুনেই রীতিমত আত্মহারা হয়ে উঠেছে অনুরাগীরা। চড়ছে উত্তেজনার পারদ।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল অল্লু অর্জুনের। তবে কিছুদিন আগে সেই জল্পনায় জল ঢেলে আল্লু জানান, তার হাতে একেবারেই সময় নেই। কারণ অভিনেতা এখন ব্যস্ত তার পরবর্তী প্রোজেক্ট ‘পুষ্পা ২’ নিয়ে। পুষ্পার চরিত্রে আল্লুকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।