ব্রিটেনের পর এবার 10 কোটি প্রতিষেধক কিনে রাখলো আমেরিকা

 

করোনার প্রকোপে বিশ্বের মধ্যে যেই দেশের সবচেয়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তা হল আমেরিকা। ব্রিটেনের পর বিশাল পরিমাণে করোনার প্রতিশেধক রাখল আমেরিকা। 1.95 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় প্রায় 10 কোটি প্রতিষেধকের অর্ডার দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। জার্মান বায়োটেক, পিফাইজার, বায়ো এনটেক নামক সংস্থার কাছ থেকে এই প্রতিষেধক কিনেছে আমেরিকা। চুক্তি অনুযায়ী ভবিষ্যতে এই সংস্থাগুলির প্রতিষেধক সফল হলে প্রথমে তা ব্রিটেন এবং আমেরিকাকে দেওয়া হবে।

Papiya Paul

X