অতিথি আপ্যায়নের কোনও ত্রুটি করেনি বাঁকুড়ার আদিবাসী পরিবারটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন্দ্র করে কার্যত উৎসবের চেহারা নিয়েছিল বিভীষণ হাঁসদার বাড়ি। ‘বন্দে মাতরম’ শ্লোগান দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল বিশেষ অতিথিকে। বাংলার নির্ভেজাল ডাল, ভাত, পোস্ত কলা পাতার থালায়। খাওয়া শেষে আদিবাসী মহিলা মুখ মুছিয়ে দেন অমিত শাহের। এরপরেই শাহ বলেন, ‘মা কা প্যায়ার’ অর্থাৎ ‘মায়ের ভালবাসা’।