ভিডিওতে দেখুনঃ আদিবাসী বাড়িতে বসে কলা পাতায় ভাত-ডাল খাচ্ছেন শাহ, পাশে দিলীপ-মুকুল

দুই দিনের বাংলা সফরে রয়েছেন অমিত শাহ। এদিন গিয়েছেন বাঁকুড়ায়। সেখানে গিয়ে দুপুরে আদিবাসী বাড়ির দাওয়ায় খেজুর চাটাইয়ের আসনে বসে ভাত, রুটি, ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা ও বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ সহযোগে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ।

Avatar

Koushik Dutta

X