Papiya Paul

সিনেমার টাকায় হচ্ছে না! বাবার শেষ স্মৃতিটুকুও নিলামে তুললেন অমিতাভ বচ্চন

নামই কাফি হায়, অমিতাভ বচ্চনের নামটাই যথেষ্ট বোধহয় পরিচয় দেওয়ার জন্য। তিনি নিজেই একজন ইন্ডাস্ট্রি। এই প্রবীণ অভিনেতা আজও সকলকে শিখিয়ে দেন কিভাবে নিয়ম পালন করতে হয় এবং কিভাবে নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হয়। কয়েক মাস আগেই তিনি ঘোষণা করেছিলেন, নিজের সংগ্রহের কিছু জিনিস নিলামে তুলবেন এনএফটির মাধ্যমে। কথামতো ১ নভেম্বর নিজের ব্যক্তিগত বেশ কিছু জিনিস নিলামে তোলেন তিনি। যার দাম ওঠে প্রায় কয়েক কোটি টাকা।

   

বিয়ন্ড লাইফ আয়োজিত বিশেষ এই নিলামে অমিতাভ বচ্চনের নিজস্ব একটি কবিতার বই “মধুশালা” বিক্রি করা হয়। বইটি অভিনেতার বাবা হরিবংশ রায়ের লেখা। এছাড়া বেশকিছু ছবি পোস্টের এবং অভিনেতা অমিতাভ বচ্চনের স্বাক্ষর করা বেশ কিছু কবিতার বই উঠেছিল নিলামে। সবকিছু মিলিয়ে দাম উঠেছিল প্রায় ৩.৮ কোটি টাকা।

জানলে অবাক হয়ে যাবেন, শুধুমাত্র কবিতার বইয়ের দাম উঠেছিল ৩.১ কোটি টাকা। কবিতার বইটি থেকে বাবার লেখা কিছু কবিতা অমিতাভ বচ্চন নিজের গলায় রেকর্ড করেছিলেন। এছাড়াও মোট সাতটি ছবির পোস্টার বিক্রি করা হয়েছে নিলামে যার মূল্য উঠেছে এক লক্ষ মার্কিন ডলার। তবে মজার ব্যাপার হলো, কোটি কোটি টাকা খরচ করেও এই জিনিসগুলো কিনলেও কোন ব্যক্তি এগুলি ব্যবহার করতে পারবেন না।

আসলে এনএফটি অকশন হলো একটি গ্রিয়াল নিলাম। নিলামের মাধ্যমে আপনি ডিজিটাল জিনিস কেনা বেচা করতে পারবেন। অংশগ্রহণকারীরা ১০ ডলার দিয়ে একটি করে লুট বক্স কিনতে পারেন।এর সাহায্যে কোনো একটি শিল্পকর্ম উপহার পাবেন অংশগ্রহণকারীরা। ১ নভেম্বর থেকে এই নিলাম শুরু হয়েছে এবং চলবে ৪ তারিখ পর্যন্ত।