শ্রী ভট্টাচার্য, কলকাতা: একটি স্টেশন ঘিরে রয়েছে হাজারও জনজীবন, শিক্ষা, পর্যটন, চিকিৎসা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, কল্যাণী এইমস, কল্যাণীর আইটিআই মোড়ে বিখ্যাত দুর্গাপুজোর জন্য হাজারও মানুষের আনাগোনা, সবেরই মাধ্যম হয় একটি মাত্র স্টেশন, আর তাই হল কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তাই এই স্টেশনের গুরুত্ব বুঝে দারুণ পদক্ষেপ করল মোদী সরকার। বাংলার প্রথম অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Station Scheme) তৈরি করা হল, এক্কেবারে ঝাঁ চকচকে বিদেশী কায়দায়।
উদ্বোধন কবে?
১৫ মে, ২০২৫ তারিখে, শিয়ালদহ ডিভিশন রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা কল্যাণী ঘোষপাড়ায় সম্পন্ন কাজের চূড়ান্ত পরিদর্শন করেন। তিনি নিশ্চিত করেন যে মে মাসের শেষের আগেই সমস্ত নতুন পরিষেবা এবং সুযোগ-সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। উদ্বোধনটি একটি বৃহত্তর অনুষ্ঠানের অংশ হবে। ভারত জুড়ে ১০৪টি স্টেশনের আপগ্রেডেড পরিকাঠামো একযোগে উদ্বোধন করা হবে।
বৃষ্টি হলে জল পড়বে না, নোংরা হবে না, কাদা হবে না, সবকিছু এড়িয়েই সকলের নজর কাড়বে এই স্টেশন। আধুনিক ওয়েটিং রুম, ভালো শেড, শৌচাগার, বসার ব্যবস্থা এবং উন্নত পানীয় জল সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি আনুষ্ঠানিকভাবে অমৃত ভারত স্টেশন হিসেবে উদ্বোধন করা হবে ২০২৫ সালের ২২ মে। দিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত বাংলায় আসা হচ্ছে না মোদীর। বলে রাখি, এই স্টেশনটি পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন যেখানে দেশব্যাপী অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিকীকরণ সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: জ্যৈষ্ঠ কৃষ্ণ পঞ্চমীতে খুলবে ভাগ্য, শনিদেবের কৃপায় সাফল্য পাবে কোন কোন রাশি? ১৭ মে আজকের রাশিফল
প্রসঙ্গত, পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে. দেউসকার জানিয়েছেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশব্যাপী ১,২৭৫টি স্টেশনের আধুনিকীকরণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে, যার কাজ ছয় মাসের মধ্যে সম্পন্ন বলে আশা করা হচ্ছে। যাত্রীদের দ্রুত সুবিধা প্রদানের জন্য যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে, সেগুলি ধীরে ধীরে উদ্বোধন করা হচ্ছে। কল্যাণী ঘোষপাড়া হল পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন যা এই মাইলফলক স্পর্শ করেছে।