Papiya Paul

ভালো চাকরি ছেড়ে ৪ বন্ধু মিলে শুরু করেছিল দুধের ব্যবসা, অনেক প্রতিকূলতার পর আজ বার্ষিক উপার্জন ১০০ কোটি!

এখনকার সময়ে চাকরি ছেড়ে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই কারণে বিভিন্ন ব্যবসার প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। আসলে অনেকেই মনে করেন চাকরি থেকে ব্যবসাতে উপার্জনটা অনেক বেশি। আজকের এই প্রতিবেদনে এমন ৪ ব্যবসায়ী বন্ধুর সম্পর্কে আপনাদেরকে জানাবো। ঝাড়খন্ডে একটি কোম্পানি রয়েছে যেটির নাম ‘ওসাম ডেইরি’।

   

এটি শুধু এই দেশে নয়, বিদেশেও খ্যাতি লাভ করেছে। খুব অল্প সময়ের মধ্যে বিশাল বড় খ্যাতি অর্জন করে নিয়েছে। এই ওসাম ডেইরির সাফল্যের পেছনে রয়েছে আরেকটি কাহিনী। চারজন চাটার্ড একাউন্টেন্ট ছেলে মিলে এই সংস্থা বা ব্যবসা তৈরি করেছিল। যাদের মধ্যে একজনের নাম অভিনব শাহ। এই ব্যক্তি বিদেশে থাকার সময় একটি বহুজাতিক কোম্পানিতে সিএ হিসেবে কাজ করতেন কিন্তু এই ডিউটি তার একদম ভালো লাগতো না। জীবনে নতুন কিছু করার চেষ্টা করছিলেন তিনি।

এরপর নিজের ইচ্ছের কথা তার কয়েকজন বন্ধুকে জানালে তারাও তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। এরপরে অভিনব’ তারা আরো তিন বন্ধু অভিষেক রাজ, হর্ষ ঠক্কর এবং রাকেশ শর্মার সাথে মিলে এটি দুগ্ধ খামার ব্যবসা শুরু করেন। তখন সালটি ছিল ২০১২। এরপর ২০১৪ সালেই ওই ব্যবসাটি ‘ওসাম ডেইরি’ নামে তারা তৈরি করেন। এই ব্যবসাতে তাদের বার্ষিক প্যাকেট ছিল প্রায় ৪০ লাখ টাকা। দেশে আসার পর তারা ঝাড়খন্ডে এসে নিজেদের ডেইরি ফার্মের ব্যবসা শুরু করেন।

এই ব্যবসা শুরুর আগে তারা সমস্ত বিষয় সম্পর্কে জানতে কানপুর থেকে একটি বাণিজ্যিক দুগ্ধ চাষের কোর্স করেছিলেন। চার বন্ধু মিলে প্রত্যেকে এক কোটি টাকা বিনিয়োগ করে এই ব্যবসাকে আরো প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে এই টাকা থেকেই তারা এক একর জমি কেনেন, তারপর ডেইলি ফার্ম তৈরির জন্য ৩০ লক্ষ টাকা খরচ করেন। এছাড়া ৪০ টি গরু কিনতে তাদের খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। এরপরেও তাদের প্রচুর টাকার প্রয়োজন ছিল তখন তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় কাজে লাগাচ্ছিলেন। এখানে নানা সমস্যা আসার পরও তারা হাল ছাড়েনি। এখন এই ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করছেন চার বন্ধু।