ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে লন্ডভন্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের বিপদ কাটিয়ে ওঠার আগে আরও একটি ঘূর্ণিঝড় এসে পড়লো। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম “গুলাব বা গোলাপ”। এই নামটি রেখেছে পাকিস্তান। তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কবে এসে আঘাত করবে পশ্চিম বাংলার মাটিকে সেই সম্বন্ধে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।