Arijit

“ভারতকে শেষ করেই ক্রিকেট থেকে অবসর নেবেন অ্যান্ডারসন”, দাবি প্রাক্তন সতীর্থের

এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। আর এই চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ইংল্যান্ডের তারকা জোরে বোলার জেমস অ্যান্ডারসন। তবে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হলেই ক্রিকেটকে বিদায় জানাবেন জেমস অ্যান্ডারসন, এমনটাই দাবি করলেন ইংল্যান্ডে তার প্রাক্তন সতীর্থ স্টিভ হার্মিসন। অবশ্য এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি অ্যান্ডারসন।

   

এইদিন স্টিভ হার্মিসন বলেন, ” আমার মনে হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলেই ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন অ্যান্ডারসন।” তার এই বক্তব্যের সাপেক্ষে তিনি যুক্তিও দিয়েছেন।

তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ রয়েছে। তবে আগামী 6 মাসের মধ্যে অ্যাশেজ সিরিজ হওয়ার কোন সম্ভাবনা নেই। আর অ্যান্ডারসন এতদিন নিজের খেলা চালিয়ে যাবে বলে আমার মনে হয় না। চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে অ্যান্ডারসন। বিরাট কোহলির উইকেটের পাশাপাশি তিন ম্যাচে 13 টি নিয়ে ফেলেছেন অ্যান্ডারসন। অ্যান্ডারসন চাইবেন ক্যারিয়ারের সেরা ছন্দে থেকেই ক্রিকেটকে বিদায় জানাতে। তাই এই সিরিজ শেষ হওয়ার পরে অ্যান্ডারসনের ক্রিকেটকে বিদায় জানানো কোন অস্বাভাবিক নয়।”