তিনটি রাজধানী থাকবে রাজ্যে, প্রস্তাবে সম্মতি রাজ্যপালের

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চেয়েছিলেন দুই রাজধানী হোক রাজ্যে। পরবর্তিকালে বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি চাইছেন অন্ধ্রপ্রদেশে হোক তিনটি রাজধানী। সেই মতো রাজ্যপালের কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি। সচিবালয়, আইনসভা ও বিচারবিভাগ-এর ভিত্তিতে বিভক্ত করা হবে তিন রাজধানী শহর। জগনমোহন রেড্ডি সরকারের পাঠানো প্রস্তাব পত্রে ইতিমধ্যে সই করে সম্মতি জানিয়ে দিয়েছেন রাজ্যপাল বিশ্বমোহন হরিচন্দন। বিশাখাপত্তনম, অমরাবতী ও কুর্নুল শহরে হতে পারে রাজধানী।

Avatar

Koushik Dutta

X