Papiya Paul

‘পুষ্পা’ সিনেমার এফেক্ট! বাস্তবে হঠাৎ বেড়ে গেছে লাল চন্দন পাচারের ঘটনা, উদ্বিগ্ন পুলিশ

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে মেতে উঠেছে গোটা বিশ্ব। এই ছবির সংলাপ, অল্লু অর্জুনের স্টাইল, নাচের স্টেপ সব কিছুই এখন ট্রেন্ড। দক্ষিণ ভারতের এই সিনেমা আরও কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। এই সিনেমাতে লাল চন্দনের কালোবাজারী ব্যবসার কাহিনী তুলে ধরা হয়েছে। কিন্তু বাস্তবেও কিন্তু এমন ঘটনা ঘটতে দেখা যায়। আসলে যা কিছু রটে, তার কিছু তো ঘটে। আজ এই সম্পর্কেই আপনাদের জানাবো।

   

অন্ধ্রপ্রদেশ থেকে সম্প্রতি এরকম কালোবাজারি ব্যবসার খবর সামনে আসছে। নেলোর জেলার রাপুর জঙ্গল থেকে লাল চন্দন পাচারকারীদের গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, ৩ জন চন্দন কাঠ পাচারকারি রয়েছেন এবং ৫৫ জন শ্রমিককে ধরা হয়েছে। এই বিরাট চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫ টি লাল চন্দন কাঠ, ২৪ টি কুড়াল, ৩১ টি মোবাইল, ১ টি গাড়ি, ৭৫ হাজার টাকার নগদ অর্থ।

যদিও পুলিশের পক্ষে এদের ধরা এত সহজ ছিল না। পুরো সিনেমার গল্পের মতোই চোরাচালানকারীদের ধরেছেন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চেন্নাই ন্যাশনাল রোড থেকে প্রত্যেকটি গাড়ির তল্লাশি চালায় পুলিশ। আর এরপরেই দুটি লাল চন্দন কাঠ ভর্তি ট্রাক পেয়েছে পুলিশ। আর যখন পুলিশ ধৃতদের ধরতে যায় তখন চোরাকারবারীরা পুলিশের উপর ঢিল ছুঁড়ে কুড়াল দিয়ে হামলা করার চেষ্টা করে। তবে অবশেষে সিনেমার পর্দার মতোই পুলিশের কাছে ধরা পড়ে যায় তারা।