Arijit

বিরাট অধিনায়কত্ব ছাড়লেই ফের ভারতের কোচ হতে চলেছেন অনিল কুম্বলে, সঙ্গে লক্ষ্মণও

আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন বর্তমান হেডকোচ রবি শাস্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। তারপর রবি শাস্ত্রী নাকি নিজেই আর ভারতের কোচ থাকতে চান না বলে জানা গিয়েছে।

   

সূত্রে খবর ইতিমধ্যে রবি শাস্ত্রির পরবর্তীতে ভারতীয় দলের হেড কোচ কাকে করা হবে এই নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বিসিসিআই কর্তারা। ফের ভারতীয় দলের কোচের পদে বসতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। এছাড়াও আরেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নামও উঠে আসছে এই তালিকায়।

2016-17 সালে এক বছরের চুক্তিতে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ হয়েছিলেন অনিল কুম্বলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলির চাপের কারণে বাধ্য হয়ে কোচের পদ থেকে সরাতে হয়েছিল কুম্বলেকে। ফের কুম্বলেকেই ভারতীয় দলের কোচ হিসেবে আনার তোড়জোড় শুরু করেছে বিসিসিআই।