Ankana Dey got Eliminated from Saregamapa
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

সারেগামাপার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ! অঙ্কনা বাদ পড়তেই ক্ষুদ্ধ নেটপাড়া

পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার গানের রিয়েলিটি শো সারেগামাপা (Saregamapa) এর বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেলেও দর্শকদের মধ্যে উৎসাহ বজায় ছিল। কিন্তু ফাইনালের আগেই অপ্রত্যাশিত ভাবে সারেগামাপা থেকে বাদ পড়ে অঙ্কনা। শুরুর দিন থেকেই যেখানে নিজের গানে সকলকে মুগ্ধ করেছিল সেখানে ফাইনালের আগে তাঁর এলিমিনেশনে রীতিমত ক্ষোভ প্রকাশ শুরু নেটপাড়ায়। একইসাথে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ।

এবছর সারেগামার বিজয়ী হয়েছে দুজন। বড়দের বিভাগ থেকে দেয়াশিনী ও ছোটদের বিভাগ থেকে বিজয়ী হয়েছে অতনু। এছাড়া বড়দের ক্ষেত্রে দ্বিতীয় হয়েছে ময়ূরী ও সাঁই আর তৃতীয় হয়েছে সত্যজিৎ। এছাড়া ছোটদের বিভাগে দ্বিতীয় হয়েছে ঐশী আর তৃতীয় হয়েছে অনীক। তবে রিয়েলিটি শো শেষ হলেও অভিযোগ থেকেই যাচ্ছে।

সারেগামাপাতে পক্ষপাতিত্বের অভিযোগ!

‘শিসপ্রিয়া’ অঙ্কনাকে শো থেকে বাদ দিতেই সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। অতনু তিওয়ারি নামক এক নেটিজেনদের মতে, ‘সারেগামাপা সব নাটক, ধিক্কার!! শুধু অঙ্কনাই খারাপ পারফর্ম করল? প্রতিযোগী ছাড়াই ফাইনালে পারফর্মেন্স, এই সান্তনা প্রত্যাখ্যান করা উচিত অঙ্কনার! এটা আসলে অপমান।’

এখানেই শেষ নয়, পোস্ট ভাইরাল হতেই আরেকজনের মন্তব্য, একদমই ঠিক, প্রত্যেকবার শান্তনুবাবুই এই অনন্য বিচারটা করেন। নিজেকে মহান মনে করে, অবশ্য ইন্দ্রদীপবাবুও কম যান না।

আবার আরেকজনের মতে, এই গোটা রিয়েলিটি শোটি একটি নাটক ছাড়া কিছু না। বিচারকের প্রত্যেকটি মন্তব্যই আগে থেকে ঠিক করে দেওয়া। কে কে গ্রান্ড ফিনালেতে যাবে সেটা শুরুর কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। এমনকি উনারকে হবে সেটাও আগে থেকেই ঠিক থাকে। এই কারণেই একবার অমিত কুমারজি জানিয়েছিলেন, বিচারকের হাসনে বসে যা বলেছেন সেটা তার হাতে ধরে দেওয়া স্ক্রিপ্টে ছিল।

এলিমিনেট হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট অঙ্কনার

শো থেকে বাদ পড়লেও নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা শুরু, এমনটাই জানাচ্ছেন অঙ্কনা। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেছেন অঙ্কনা। সেখানে লিখেছেন, ‘আজ থেকে নতুন করে নিজেকে গড়ে তোলা শুরু। অসংখ্য মানুষ আমার গানকে ও আমাকে ভালোবেসেছেন। আমার গান যাদের হৃদয় ছুঁয়েছে বা ছুঁতে পারেনি তাদের প্রত্যেককেই আমার প্রণাম। এই মঞ্চে অনেখেছি, এখনও কিছু বাকি রয়েছে। আশা করি আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে বাকি অতটুকুও মসৃণ হবে’।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে বন্ধ দুটি জরুরি পরিষেবা! পূর্ব রেলের সিদ্ধান্তে দুর্ভোগের শিকার যাত্রীরা

বলার অপেক্ষা রাখে না, অঙ্কনার এই পোস্ট অল্প সময়েই ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই নিজেদের মন্তব্য জানিয়েছেন। এক নেটিজেন জানিয়েছেন, ‘যে কজন গান করেছে তাদের মধ্যে তোমাকেই বেস্ট মনে হয়েছে। তুমি শিল্প হিসাবে অনেক বড় হবে, অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X